আমাদের কথা খুঁজে নিন

   

জামাত-শিবিরের পোলাপানের জন্য একটি পত্র।

কৈ যামু !! যেইদিকে যাই সেইদিকেই শুধু পেইন আর পেইন। ইদানিং ফেবু/ব্লগে তো গরমের চোটে কিছু লিখাই যায় না! ব্লগে লিখি ৪ বছর ধইরা এতদিন কিছু বলে নাই তো ইদানিং আম্মা বলেন আমিও নাকি নাস্তিক (জুম্মা পরি না ৬ মাস তার উপর রিসেন্ট নিউজ)। ভালোই লাগতেছিল পরিস্হিতি, একদল আল্লাহর নামে গরু/খাসি বাদ দিয়া মানুষ কোরবান দিতাছে, আরেক দল (জীবনেও মশা মাছি ছাড়া কিছু মারে নাই, গ্যান্জাম লাগলে সবার আগে দৌড় দেয়) এরা আবার ফেবু/ব্লগে শিবির জবাই দিতাছে!! তো আজকে না লেইখা পারতেছি না। আমি জানি সামুতে বহুত ছাগু/ছুপা ছাগু। তাদের উদ্দেশ্যে কিছু বয়ান: আমরা ম্যান্গো পিপল আমরা ভাই ডাইল ভাত (মাঝে মাঝে চিকেন ফ্রাই/বিরিয়ানি/চটপটি) খাইয়া আর ২৫৬কেবিপিএস এ নেট চালায়া বাচতে চাই।

এত কাবজাব আমগো ভাল্লাগে না। আপনাগো গুরুরা আকাম করছে ৪২ বছর আগে এইটার শাস্তি এখন পাইতাছে, নগদ দুই রাকাত নফল নামাজ পড়েন কারন আমরা ৪২ বছর হেগোরে বাচায় রাখছি (রাখতে বাধ্য হইছি) এইটাই অনেক! তো আমরা তো আপনাগো লগে কোনো কাহিনী করি নাই তো ক্যান আপনারা আমগো উপরে এত চেতছেন? সমস্যা হইল আমরা আপনাদের এই সমাজে চাই না! কারন? কারন হইল আপনাদের আইডিওলজি/কনসেপ্ট/লাইফস্টাইল আমরা ঘৃণা করি ব্যাস সোজা কথা। তো আমাদের কথা হইল আপনাদের যদি কউরে মারতেই মন্চায় তাইলে আপনারা লীগের/দলের/অন্য পলিটিক্যাল পার্টির পোলাপানরে মারেন (যারা আপনাগো ক্ষতি করলেও করতে পারে)। আল্লার ওয়াস্তে আমার পাশের বাড়ির চাচারে মাইরেন না, উনি মরলে আপনার বা আমাদের কোনো লাভ নাই। ট্রেনে/বিআরটিসিতে আগুন দেন? জানেন ঐ ট্রেন/বাস আমাদের টাকায় কেনা? কুত্তার মত খাইটা বান্গালী টাকা কামায় ঐ টাকা আপনারা পুড়ায় ফেলবেন? মসজিদ/মন্দির আপনার কি ক্ষতি করছে? হিন্দুরা আপনার কি ক্ষতি করছে? ৪৭ এর পর দেশে কখনো সাম্প্রদায়িক দাংগা লাগে নাই! এইটা আপনাগো ভাল্লাগে নাহ? পর্তুগিজ-ব্রিটিশ-পাকি এরা আমগোরে ভচকাইয়া দিয়া গেসে, সোজাসিধা বাংগালিরে করাপ্ট কইরা দিয়া গেছে এরাই।

ইদানিং আমরা সোজা হইতাছি আস্তে আস্তে জিডিপি বারতেছে এই ভচকানো জাতির জিডিপি দেইখা যখন মাইনষে টাস্কি খাওয়া শুরু করছে তখন আপনারা আবার এই জাতিরে ভচকানো শুরু করলেন!! দুই শুকরের দলের জন্য আমরা এমনিতেই বহুত পিছে পইরা আছি তারউপর আবার আপনারা শুরু করলেন আমগোরে আরো পিছায়া দেওয়া!! মজা লন?? এতক্ষন আপনি কইরা বলছি, বাংগালী সহনশীল জাতি সহ্য করতে ভালোবাসে! যদি বেশি করেন তাইলে শুধু তুই কমু না বাসায় যাইয়া ফুল ফ্যামিলি জবাই দিয়া চইলা আসমু। এই হইল ম্যান্গো পাবলিকের পক্ষ থেকে আমার বয়ান। পারলে আপনার ওস্তাদদের জানায় দেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.