পৃথিবীতে এখনো ভাল মানুষের সংখ্যাই বেশি জামাতশিবিরের পক্ষে গুজব তৈরির জন্য দ্রুত কিছু গেলমান কর্মী নিয়োগ হবে
প্রার্থীদের যোগ্যতাঃ
যতটা সম্ভব বিকৃত রুচির হতে হবে। মাথার মধ্যে নারীদেহ, বেলেল্লাপনা, ধর্ষন, গাজা, মদ ইত্যাদি ছাড়া আর কোন চিন্তা থাকতে পারবে না। যেমন, নারী-পুরুষ একসাথে হাটতে দেখলে মাথায় চিন্তা চলে আসবে ওখানে ধর্ষন হচ্ছে। শাড়ি পরা নারী দেখলে মাথায় চিন্তা আসতে হবে উহা নগ্ন নারী ইত্যাদি।
গুজবের ধরণঃ
এক্ষেত্রে কোন নির্দিষ্ট সীমা নাই।
ধর্ষন, যৌনতা মিলিয়ে যত বিকৃত গুজব তৈরি করা যাবে ততই উত্তম। নারীদের শরীর নিয়ে যত বেশি জিহবা-লেহনকারী রগরগে বর্ণনা দেয়া যাবে তত বেশি গুরুত্ব দেয়া হবে। ইতিমধ্যে শাহবাগ নিয়ে কিছু স্যাম্পল গুজব এক্ষেত্রে উদাহরন হতে পারে।
কথায় কথায় হিন্দু-ভারতের বিরোধিতা আনতে পারলে আরো ভাল।
উদাহরণ ১- ২০১১ সালের জুন মাসে হরতালে দায়িত্ব পালনের সময় এই নারী পুলিশ সদস্য শারীরিক দুর্বলতার কারণে বিএনপি কার্যালয়ের সামনে জ্ঞান হারিয়ে ফেলেন।
কিন্তু পার্ভার্ট শিবিরগুজবে এখন তিনি ছাত্রলীগের ধর্ষনের ভিক্টিম। এভাবে যত পারেন মনের মাধুরী মিশিয়ে গুজব তৈরি করে ঘরে বসে আয় করতে পারেন।
উদাহরণ ২- সোলেমানি ফটুশপ
বেতনঃ সৌদি রিয়ালে দেয়া হবে আলোচনা সাপেক্ষে।
অতএব, আগ্রহীরা অতিসত্ত্বর যোগাযোগ করুন। নিয়োগ সংখ্যা সীমিত।
*ল্যাপটপ ভরা যাদের পর্ন, তাদের অগ্রাধিকার দেয়া হবে।
*ছাত্রীসংস্থার জন্য বিশেষ মেশিনের ব্যবস্থা আছে।
যোগাযোগের ঠিকানাঃ
Bangladesh Jamaat-e-Islami
Address: 505 Elephant Road, Bara Moghbazar Dhaka 1217, Bangladesh
Phone: +88 02 933123
Fax: +88 02 831299
email:
সূত্রঃ গেলমান কর্মী নিয়োগের নোটিশ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।