আমাদের কথা খুঁজে নিন

   

কালকে একটা বিষয় দেখলাম আর আমি সত্যি সত্যি হতবাক হলাম



গত কাল শুক্র বার বেলা ৪টা আমি তখন বাসা থেকে বের হলাম কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। তখন ভাবলাম চিরন্তন অগ্নিশিখাটার দিক থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। হাঁটতে হাঁটতে গেলাম ওইদিকে। ভিতরে টুকেই আমি অবাক হয়ে গেলাম!!!!! কিছু দূর পর পর চার/পাঁচ/ছয় অথবা তার চেয়ে বেশি লোক বসে আছে।

দেখে তাদেরকে ভদ্র মনে হলো। কিন্তু কিছুখন পর আমি বোঝতে পারলাম যে আমার ধারনা ভুল। আমার যাওয়ার উদ্দেশ্যে যেহেতু ছিল ঘুরার তাই ঘুরতেছি। কিন্তু আমি অবাক হলাম যখন দেখলাম প্রতিটা লোকের সমাবেশে মানুষ গাজা বানাচ্ছে এবং টানছে। যাদের কে দেখলে আসলে মনে হয়না আসলে তারা এই ধরনের পরিবারে সন্তান।

আ পাশেই শাহাবাগ থানা তাদের বিরুদ্ধে কি কোন ব্যবস্থা নেওয়ার নেই তাদের? এই ভাবেই কি চলবে? তাদের কে কি কেউই কিছু বলবেনা? এখানে মানুষ আসে একটু শান্তিতে বসে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য একটু সময় কাটানো জন্য। কিন্তু আসলে কি তারা পারে শান্তিতে থাকতে বা সময় কাটাতে? আমি আসলে গোছিয়ে লিখতে পারিনা তাই এখানেই শেষ করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।