আমাদের কথা খুঁজে নিন

   

পপ আউট ফটোগ্রাফী বা ফটো ম্যানুপুলেশন

ধুর

আজকে আমরা দেখব কি করে একটা ছবিকে এমন ভাবে এডিট করতে হয়, যা দেখে মনে হবে ছবির মধ্যে থেকে ছবির সাবজেক্ট যেন বের হয়ে আসছে। এটাকে পপআউট ফটোগ্রাফী বলে, অনেকে আবার থ্রিডি ফটোগ্রাফী বলে। যদিও আসলে থ্রিডি ফটোগ্রাফী সম্পূর্ণ আলাদা একটা বিষয়। এই টিউটোরিয়ালটি ফলো করতে হলে সম্পূর্ণ লেখাটি পড়তে হবে, না হলে শুধু ছবিগুলি দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন না। আসুন প্রথমেই দেখি কি ছবি থেকে আমরা কি ছবি করতে যাচ্ছি।

ছবি ইম্পোর্ট করা যথেষ্ট ঝামেলা বলে বাইরের লিংক দিতে বাধ্য হলাম। ছবি ০ এবার আসুন দেখি কি ভাবে করা যায় সবার প্রথমে এমন একটি ছবি আপনাকে সিলেক্ট করতে হবে যার সাবজেক্ট একটু লম্বাটে ধরনের। কারণ লম্বাটে ধরণের সাবজেক্ট না হলে এই ইফেক্ট দেওয়া একটু সমস্যা হয়ে দাড়াঁবে, যদিও অসম্ভব বলব না। ছবি ১ এবার ছবিটিকে ফটোশপে ওপেন করুন। এবং কি বোর্ডে Ctrl + J (Mac পিসিতে Option + J) দুইবার চাপুন।

এতে করে আপনার ছবিটির মোট দুটি বাড়তি কপি তৈরী হবে, এবং নিচের ছবির মত করে আপনার Layers এ তিনটি লেয়ার দেখাবে, Layer 1 copy, Layer 1, Background। ছবি ২ এবার লেয়ার গুলি থেকে Background লেয়ারটি সিলেক্ট করে কি বোর্ডে Ctrl + Del (Mac পিসিতে Option + J এবং কিছু ফটোশপ ভার্সনে Alt + Del) চাপুন। এতে করে নিচের ছবির মত করে ব্যাকগ্রাউন্টটি সম্পূর্ণ কাল হয়ে যাবে, যদিও তা আপনার ছবিতে এখনই দেখা যাবে না। ছবি ৩ এবার Layer 1 সিলেক্ট করে নিচের ছবিতে দেখান ১ নং জায়গায় ক্লিক করলে একটি নতুন লেয়ার তৈরী হবে এবং এর পর নিচের ছবিতে দেখান ২ নং জায়গায় ক্লিক করে Layer 1 copy লেয়ারকে হাইড করতে হবে। ছবি ৪ এবার লেয়ার থেকে Layer 2 সিলেক্ট করুন এবং নিচের ছবির মত করে প্রথমে বাম পাশ থেকে Rectangle selection tool সিলেক্ট করুন এবং ছবির যতটুকু জায়গায় ঐ ইফেক্ট দিতে চান, মানে যতটুকু জায়গা ফ্লোর হিসাবে রাখতে চান, ততটুকু জায়গা সিলেক্ট করুন, ছবির মত করে।

ছবি ৫ এবার এই ভাবে সিলেক্টেড থাকা অবস্থায় Edit মেনু থেকে Stroke... খুজেঁ বের করে ক্লিক করুন। এবার আপনার ছবির রেজুলেশন অনুযায়ী একটা মান লিখে OK করুন। মনে রাখতে হবে এখানে লেখা মানটাই হবে আপনার ফ্লোরের বর্ডার। একবার ভুল হলে বা বর্ডার ছোট বড় হলে সমস্যা নাই, Ctrl + Z চেপে আবার নতুন করে বর্ডার সেট করতে পারবেন। যদি মন মত বর্ডার সিলেক্ট করা হয়ে থাকে, তাহলে কি বোর্ডে Ctrl + D চেপে সিলেকশন টি আন-সিলেক্ট করুন।

ছবি ৬ এবার আমরা যেটা করব, তা হল ফ্লোরটিকে আসলেই ফ্লোরে পড়ে থাকা একটি ছবির মত অবস্থায় নিব। এর জন্য আপনাকে Edit > Transform > Perspective সিলেক্ট করতে হবে। নিচের ছবিটিতে লক্ষ্য করুন, দেখুন চার কোনায় চারটি পয়েন্ট তৈরী হয়েছে, ঐখানে মাউস নিয়ে একটু ডানে বামে নিলেই দেখবেন ছবির মত করে আপনি Perspective ঠিক করতে পারছেন। এখনে ছবির মত করে ফ্রেম ঠিক করে নিন। এবং ঠিক করা হয়ে গেলে কি বোর্ডে Enter চাপুন।

আবার যদি আপনার মনে হয় যে ফ্রেম টা একটু উপরে বা নিচে নিতে পারলে ভাল লাগত, তাহলে কিবোর্ডে Ctrl + T চাপুন এবং এবার মাঝের পয়েন্ট গুলি ধরে একটু বড় ছোট করুন। কাজ শেষ হলে আবার Enter চাপুন। ছবি ৭ এবার কিবোর্ডে Ctrl চেপে রেখে লেয়ার ২ বা যেই ফাকাঁ লেয়ারটি আমরা তৈরী করেছিলাম, তাতে ক্লিক করুন। এতে করে আপনার তৈরী ফ্রেমটি সিলেক্ট হবে। এবার কিবোর্ড থেকে Ctrl + Shift + I চাপুন, এতে ফ্রেমটি ইনভার্ট সিলেক্ট হবে।

এবার কি বোর্ডে Q চাপুন। এবং ছবির মত করে বাম পাশের মেনু থেকে Paint Bucket Tool সিলেক্ট করুন। এবার ছবির সিলেক্টেড যে কোন জায়গায় ক্লিক করুন। ছবিটি একটু লাল বা অন্য কোন রং ধারণ করবে চিন্তার কিছু নেই। ছবি ৮ এবার কিবোর্ডে আবার Q চাপুন, এবং লেয়ার থেকে Layer 1 সিলেক্ট করুন।

তারপর নিচের ছবির মত করে Add layer mask বাটনে ক্লিক করুন। ছবি ৯ এবার Layer 1 copy লেয়ারটি সিলেক্ট করে, বাম পাশের টুলস গুলি থেকে Quick selection tool সিলেক্ট করুন, এবং আপনার সাবজেক্টের যেই যেই অংশ ফ্রেমের বাইরে দেখাবে, সেই সেই অংশ সিলেক্ট করুন। কাজটি একটু সতর্কতার সাথে করবেন। বাড়তি কোন অংশ সিলেক্ট করতে হলে Ctrl চেপে ক্লিক করুন, এবং কোন অংশ বাদ দিতে চাইলে Alt চেপে সেখানে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।

আপনাকে সম্পূর্ণ সাবজেক্ট সিলেক্ট করতে হবে না, শুধুমাত্র যেই অংশটুকু ফ্রেমের বাইরে যাবে, সেইটুকু সিলেক্ট করলেই হবে। ছবি ১০ এবার নিচের ছবির মত করে Layer 1 copy সিলেক্টেড থাকা অবস্থায় Add layer mask বাটনে ক্লিক করুন, আর মুখে সুন্দর একটা হাসি ফুটান, কারণ আপনি এখন আপনার কাজটি দেখতে পারবেন। কাজ শেষ বলা চলে কালো ব্যাকগ্রাউন্ট সমৃদ্ধ পপ-আউট ছবি রেডি। ছবি ১১ এবার আপনি চাইলে Background লেয়ারটি সিলেক্ট করে ইচ্ছা মত গ্রেডিয়েন্ট, বা অন্য কোন কালার দিতে পারেন। কি বোর্ডে C চেপে ক্রপ অপশন চালু করে কাটাকুটি করতে পারেন।

আর অবশেষে পেয়ে যাবেন নিচের ছবির মত একটা ছবি। ছবি ১২ যদি কোন খানে আপনার সমস্যা হয়ে থাকে, প্রথম থেকে আবার রিভিউ করুন। যদি কোন সমস্যা হয়, তাহলে এই সাইটে রেজিষ্ট্রেশন করে মন্তব্যের মাধ্যমে আমাকে জানান। আমি যথা সাধ্য চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার। আর হ্যাঁ, আপনি কি কাজ করলেন, সেটির লিংক রেখে যেতে ভুলবেন না যেন, আমি দেখতে চাই।

আরও আরও ফটোগ্রাফীর টিপস-ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন। আর যদি কোন স্পেসিফিক বিষয়ে জানতে চান, তাও প্রশ্ন করতে পারেন। উত্তর দেবার চেষ্টা করব। আর হ্যাঁ, লেখাটি কাজে দিলে অবশ্যই অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।