আমাদের কথা খুঁজে নিন

   

কাঁচা হাতে তোলা কিছু গ্রাম বাংলার ছবি (ফটো ব্লগ)

নিজের ছাঁয়ার কাছ থেকে পালিয়ে থাকার প্রানান্তকর প্রচেষ্টায় আছি।

সাত সকালে ঘুম ভেঙ্গে হটাত মনে পড়লো আজ আমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা... তাড়া হুড়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম... পথের মাঝে গ্রাম বাংলার অপরুপ সৌন্দর্যকে ক্যামেরার ফ্রেমে আটকানোর ছোট্ট প্রায়াস... দেখুনতো কেমন হইলো... ... ... যাত্রার শুরু এইখানেই... রাজশাহী কোর্ট স্টেশন মোড়...সাত সকালে স্টেশন সংলগ্ন জলাধারে আলো ছায়ার খেলা... বাসে করে যেতে যেতে পথের দুপাশের মনোলোভা দৃশ্য দেখে ছবি না তুলে পারলামনা। একটি তালগাছ যেনো একাকিত্তের নীরব সাক্ষী... বরেন্দ্রভুমীর একটি মেঠো পথ... জন ডেনভারের সেই গানটির কথা মনে করিয়ে দেয়... Country road,take me home…To the palce,where I belong…Country mamma,take me home……… বাস থেকে যখন নামলাম,দেখি দূর দিগন্তে কালো মেঘের আনাগোনা...তবে কি গ্রাম দেখতে এসে ঘরে বসে থাকতে হবে??? এটি বাংলার চিরায়ত রুপ...যতোদুর চোখ যায়,অবারিতো সবুজের সমাহার...চোখে কোমল পরশ বুলিয়ে দেয়... ... ... এই সেই খাঁড়ি,যেখানে একবার এক ডাকাতকে গলা কেটে ঝুলিয়ে রাখা হয়েছিলো... ছোটো বেলায় এই জায়গাটা আমাদের কাছে খুব ভয়ঙ্কর ছিলো... ঘাসের মাঝে মাকড়োশার জাল কোথা থেকে আস্লো তা জানিনা,কিন্তু তাতে শিশির কণা যে সৌন্দরযের অবতারনা করেছে তা সত্যিই মনোমুগ্ধকর... ক্যাক্টাসের তৈরি প্রাকৃতিক দেয়াল... পুকুড়টির নাম ডুমুর-কুড়ি।এক সময় এর চার পাশে লম্বা লম্বা তাল গাছ ছিলো, এই পুকুর থেকে নাকি আমার থেকে বড় বড় মাছ ধরা হতো (আমি বিশ্বাস করিনা !!!)... গাঁয়ের শেষ মাথায় রেললাইন... আমার ক্যামেরার টানে দেখি ট্রেইন বাবাজি এসে হাজির !!! ঘুরতে ঘুরতে কখন দিন শেষ হয়ে এলো জানিনা... শেষ বিকেলের পড়ন্ত রবি... ... ... (৪০ মিনিট আগে পোস্টটা দিছিলাম,প্রথম পেজ থেকে হটাত নাই হয়ে গেলো...তাই আবার কপি পেস্ট... )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।