আমি সুর্য, আমি কবিতা কে বলি বজ্র ।
আমি রক্তিম লিলা শিখা,
আমি আকাশের জলরেখা ।
আমি ভাঙ্গবনা এ কেমনে হয় ,
আমি আমি মারবনা সব কিছু করে জয়।
আমি ভয় দিনের আলোতে !
আমি তপ্ত,আমি কক্ত ,
আমি ঘৃনা ঘৃন্য সমাজের ।
আমি আশা প্রিয়হারা কান্নার ,
আমি হতাশা শোষকের ।
ভেঙ্গে চুরে করি ক্ষান,
আমি উল্কা সমাজের শবনাসী কারি ধ্বংস।
আমি বিষ ,
করি সব দূর্বেশ।
আমি বোমা,আমার পরিচয় মৃত্যকে করি জয় ।
তাই মারব,কাটব,
ধ্বংস করব ,
এটাই হবে আমার সূচনায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।