আমি বিদ্রোহী
রিবেল মনোয়ার
ইউএনবি : ছাগলের মতো চারটি পা থাকলেও মাথা, গলা মানুষের মতো, ভূমিষ্ট হবার পর কান্নার আওয়াজও ছিলো শিশুর মতো। এমনকি শরীরে কোন লোম নেই। এরকম আজব ছাগল ছানা দেখতে মিন্টুর বাড়িতে ভীড় করছে এলাকার হাজারো মানুষ। গতকাল রাতে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের ফকিরটারি গ্রামের এছলাম উদ্দিনের ছেলে মিন্টুর বাড়ির পোষা একটি ছাগল এরকম আজব একটি বাচ্চা প্রসব করেছে।
এলাকাবাসী জানায়, প্রকৃতির নিয়ম অনুযায়ী ছাগলটি গর্ভধারণ করে।
গতকাল রাতে ছাগলটি বাচ্চা প্রসব করলে তার পিছনের অংশ ছাগল ছানার মতো হলেও মাথাটি ছিলো মানব শিশুর মতো। এমনকি শরীরে কোন লোম ছিলো না। ভূমিষ্ট হবার পর মানব শিশুর মতো কান্না করে। তবে পা ছিলো চারটি। জšে§র আধা ঘন্টার মধ্যে বাচ্চাটি মারা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. জিয়া উদ্দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন জোবায়দুর রহমান জানিয়েছেন, কনজিনিটাল এ্যালোমেলি ও জ্বীনগত কারণে এরকম হতে পারে।
সব!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।