আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে বাড়লো বিদ্যুতের দাম

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
অবশেষে বাড়লো বিদ্যুতের দাম। এ সম্পর্কিত আমার প্রথম পোস্ট "গোঁদের ওপর বিষ ফোঁড়া ! বিদ্যুতের দাম আবারো বাড়ছে" তাং গত ২০ জানুয়ারী'১১ দৃষ্টব্য। লিংক দেখুনঃ Click This Link প্রথম ধাপে পাইকারি (বাল্ক) বিদ্যুতের দাম ১১% ও খুচরা ৫% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। আজ (মঙ্গলবার) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন এ ঘোষণা দেন।

দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে জনগণ তার প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে যেখানে হিমসিম খাচ্ছে সেখানে নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোয় বোঝার ওপর শাকের আটির মতো বাড়তি চাপ পড়বে। এখানেই শেষ নয়। পাইকারি গ্রাহকদের বিদ্যুতের দাম দ্বিতীয় ধাপে ৬.৬৬% বাড়ানো হবে, যা ১ আগস্ট থেকে কার্যকরী হবে। পিডিবির প্রস্তাবনায় বলা হয়েছে, গ্যাসের অপ্রতুল সরবরাহের কারণে ব্যয়বহুল জ্বালানি দ্বারা বিদ্যুৎ উৎপাদনের হার বাড়ায় গড় উৎপাদন ব্যয় বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৫ বছরে সরকারকে ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

তাই বিদ্যুতের দাম বাড়ানো না হলে এ বিশাল ভর্তুকি সরকারের একার পক্ষে দেয়া সম্ভব নয়। এ জন্য পিডিবি ৬ মাস পর পর ১২% হারে দাম বাড়ানোর প্রস্তাব করে। এর আগে সর্বশেষ ২০০৮ সালের ১ অক্টোবর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৬% বাড়ানো হয়েছিল। গত বছরের ১ নভেম্বর পিডিবি পাইকারি (বাল্ক) বিদ্যুতের দাম বৃদ্ধির একটি প্রস্তাবনা বিইআরসিতে পাঠায়। এরপর গত ৫ জানুয়ারি এক উন্মুক্ত সভায় কমিশন এ প্রস্তাবনাটি আমলে নেয়।

এরপর ১৯ জানুয়ারি প্রস্তাবের ওপর এক বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশন গত ৩/৪ সপ্তাহ ধরে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করার জন্য কাজ করে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।