আকাশের যতো ভাবনা আছে আমি ভাবতে পারি না, আকাশ যতো উদার আমি ততো উদার হতে পারি না, আমি প্রকৃতির মতো সচ্ছ্ব হতে পারি না, আমার ভাবনাগুলো গুলিয়ে থাকে আকাশের উড়ো উড়ো মেঘের মতো, স্বপ্নগুলো ভাসতে থাকে সাগরের ফেনিয়ে উঠা ফেনার মতো, আর চিন্তাগুলো ছড়িয়ে থাকে নদীর তল দ
এই অঝোর শ্রাবণে তোমাকে
কাছে পেয়ে ও তুমি অনেক দূরে,
বর্ষার বিহ্বলতায় অজস্রবার
তোমার পঙক্তি খুলি
বৃষ্টির দোলাচলে বর্ষণমুখর পাড়ায়
তোমাকে পাইনা খুঁজে।
তুমি ভুলে গেছ মেঘ,শ্রাবণ,
বর্ষার সব স্মৃতি
তবে নিশিরাতের ঝিম ঝিম বৃষ্টির
নূপুর আমি ভুলিনি
আমি ভুলিনি তোমার শ্রাবণসন্ধ্যার গান
তুমি হয়ত ভুলে গেছ।
তোমার স্পর্সে বৃষ্টিরা স্নীগ্ধ
হয়ে ওঠে।
ভুলে গেছ বৃষ্টিরা হেসে ওঠে তোমার জলকেলিতে
আজ বৃষ্টিরা সকাল হলে তুমি দুপুর হও
সকাল-সন্ধ্যায় নিরবধি বয়ে যাও।
এই বৃষ্টিঝরা দিনে তুমি বর্ষার
ফুল হয়ে ফুটো ,
আমার হৃদয়ে উদাসি হয়ে জেগে থাকো।
তুমি তো আজ বর্ষা দিনের
মেঘলা মেয়ে।
প্রদিপ জ্বালো আমার শ্রাবনমাখা
আঁধার দিনে
একটু সুর উঠিয়ে দাও ঝিমধরে পড়ে থাকা আমার ছন্নছাড়া বেহালায়।
আমি তোমার করতল ছোঁয়া ঝিমঝিম নূপুরের সিস্ফনী তুলবো
বৃষ্টির আনন্দে,শ্রাবণের আনন্দে,অজস্র বিহ্বলতায়।
সুর ছন্দে, হৃদয়ের রন্দ্রে রন্দ্রে।
এই বৃষ্টিঝরা অঝোর শ্রাবণে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।