ছেলে ভাল ..
আজকে আমার পরিচিতদের রেজাল্টের প্রতিটাই খারাপ লাগার মত। আমার এক অতি কাছের বন্ধু এক বিষয়ে ফেল করেছে। যাদের চোখ বন্ধ করে এ প্লাস পাবার কথা তারা এ পেয়েছে। সবার মুখ গোমরা, কারও মুখে হাসি নাই। কখনও ফোন অফ, কথনও ফোন অন, কিছুর ঠিক নেই।
তার মাঝ থেকে একজন দুই বিষয়ে ফেল করেছে। তার মুখ কাচুমাচু।
সময়টা দুপুর দুইটার দিকে। ফ্রেন্ডদের সামনে তার মুখ কাচু মাচুর প্রধান কারণ তার বেষ্ট ফ্রেন্ড এ প্লাস পাবে আর তার ফেল। শুধু ফেল না দুই বিষয়ে ফেল।
এটা গল্প কবিতা না, এটা বাস্তব। ফ্রেন্ডরা সবাই এই রেজাল্ট শুনে যে পার্ট নেবে এটাই স্বাভাবিক। তার রেজাল্ট দেখার পর তারই অনুরোধে তার বাইরেথাকা বেস্ট ফ্রেন্ডটার রেজাল্ট দেখতে রোল, বিভাগ রেজাণ্টের ওয়েবসাইটে দিলাম। আমরা ধরেই নিয়েছিলাম এ প্লাস পেয়ে বসে আছে। কিন্তু ফোনের মাঝে সবাইকে চূড়ান্ত অবাক করে দিয়ে এক বিষয়ে ফেল দেখাচ্ছে।
নিশ্চিত হবার জন্য কয়েকবার ট্রাই করেও একি রেজাল্ট। নিঃসন্দেহে খুব মন খারাপ করা ব্যাপার ঘটে গেল। কিন্তু সেই দুই বিষয়ে ফেল করা বন্ধুটির মুখ ভর্তি হাসি। ফেলের দুঃখ সব এক পলকে ভুলে দিগন্তজোড়া হাসি দিতে লাগল। আমরা সবাই অবাক।
কারনটা সে নিজেই বলল, তার সেই বন্ধুটা এখন আর তার সামনে ভাব নিতে পারবে না । তারা সমান সমান। নিজেদের সমান সমান ভাবলে কত সহজে খুশি চলে আসে । অথচ পেছনে কত দুঃখ লুকিয়ে । যা আনন্দ করা শুরু করল তা দেখার মত।
আমরা যারা পরীক্ষার্থী না আমরাও সব ভুলে ওর সাথে মজা করা শুরু করলাম। এর কিছুক্ষণ পর চমক কেটে গেলে মনে পড়ল এক বিষয়ে ফেল করা বন্ধুটির বাসায় আঙ্কেল আন্টির তাহলে কি অবস্থা! প্রায় নিশ্চিত এ প্লাস পাওয়া সন্তানটির রেজাল্ট যখন ফেল আসে কি হয়ে যায় তখন। আমরা সবাই কাপুরুষ দেখতে যাবার সাহস হল না কারও। আমাদের সাথেই তো মিশতো । দোষ আমাদেরও আছে অনেক দিক দিয়ে।
আকাশে বৃষ্টি আসা আসা ভাব। সেই দুই বিষয়ে ফেল করা ছেলেটি নিজের মত করে সাইকেল নিয়ে চলে গেল সেই বন্ধুর বাসায় বন্ধুর বাবা মার একটু পাশে দাঁড়াতে। আমরা আড্ডা দিতে দিতে বৃষ্টি উপভোগ করলাম। ফ্রেন্ডশিপ ডে টা একদম আমাদের জন্য যারা এর মর্ম বুঝি না। দুই বিষয়ে ফেল করা বন্ধুটির ফ্রেন্ড শীপ ডে লাগে না,তার সব দিনই সমান , সব দিনই ফ্রেন্ডশীপ ডে।
সবাইকে হ্যাপি ফ্রেন্ডশীপ ডের শুভেচ্ছা।
(ইচ্ছা কৃত ভাবে কারও নাম উল্লেখ করা হল না)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।