ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় ।
আজ আবার হৃৎকমলে সেই বিষাক্ত আর্তনাদ
যেন সেই শনিবার
আজন্ম ঘেন্নার উৎপত্তিস্থল
সেই জ্বালামুখ
মনের মাঝে দলদলে
রক্তিম লাভা স্রোত...
আজ এবেলায় আমি
ওই আকাশের উদ্ভ্রান্ত চাতকিনী
যেখানে বিশুদ্ধ প্রতারক দেবের নিবাস
আজ আমার লিখতে মানা
লিখব না সে গজব মাখা হাসির কথা
যার আড়ালে থকথকে নোংড়া কাদা
আজ লিখব না সে শনিবারের গুঞ্জন
ঘৃণার ক্যানভাসে সাজিয়ে রাখব আজ
জলন্ত অঙ্গ অভিশপ্ত শব্দদের বিতাড়িত করব
ধুসর মেঘের ওপারে
দেবীর লজ্জার বোবা শাপে
ঠিক ধুলিস্যাৎ হবে সেই বেজন্মা দেব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।