আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!
গানের শিরোনামঃ বাস স্টপে কেউ নেই কোথাও
অ্যালবামঃ ডাকনাম (গানটি শুনতে পারেন এখান থেকে)
ব্যান্ডঃ চন্দ্রবিন্দু
........................................................................
চলে যাচ্ছে দিন
ঠিক পাঁচটা তিন
প্রায় অন্ধকার
বাস স্টপে কেউ নেই কোথাও । ।
কিছু মেষশাবক
দু'টো উটকো লোক
হলো রাস্তা পার
বাস স্টপে কেউ নেই কোথাও । ।
অনেক দিন ভোলা রেডিও এ অনুরোধের গান
সন্ধ্যের শশান, ডাক দেয় আযান
চায়ের দোকান
আ হা .....
নীল পাখির ঝাঁক
ওরা বৃষ্টি পাক
বেঁচে-বর্তে থাক
বাস স্টপে কেউ নেই কোথাও ।
।
ফেরিওয়ালাটা থেমে যায় দূরে
চুপ করে
জলের নকশা কাটে রোদ্দুরে । ।
জলের নকশা কাটে রোদ্দুরে । ।
আ হা ......
সোয়া ঘন্টা দুই
দলছুট চড়ুই
কবে আসবি তুই
বাস স্টপে কেউ নেই কোথাও । ।
কেউ নেই কোথাও ....
গান ভালোবেসে গান-৯
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।