টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed অনেকেই বলবে ক্লাসিক গানগুলো যেমন ছিলো তেমনই ভাল। কিন্তু বাস্তবতা হলো আমরা এই জেনারেশনের শিক্ষিত সমাজ বাংলা সিনেমা তো দেখতেই যাই না, কোনও টিভি চ্যানেলে বাংলা সিনেমার গান শুরু হলে চ্যানেল পাল্টানোর জন্য রিমোট খুজি।
পুরান ঢাকায় জন্ম, পুরান ঢাকাতেই বড় হওয়া - পড়াশোনার জন্য সকালে নতুন ঢাকায় ছুট দিতাম কিন্তু মনটা পড়ে থাকত পুরান ঢাকাতেই। কতক্ষনে বাসায় যাব, ক্রিকেট খেলব পাড়ার আরও অনেকের সাথে...
বিদেশী কেউ আসলে, গাইড বইয়ের বাইরের জিনিস দেখাতেই বেশী পছন্দ।
আমি আর আমার বন্ধু অগাস্টিন আর.সি.এন গেইট থেকে নৌকা নিয়ে জার্মান-ফ্রেন্চ-বেলজিয়ান-সুইস-আমেরিকানদের চার মেয়ে আর এক ছেলেকে নিয়ে গেলাম রুপলাল হাউস। পথে হলুদ-মরিচের অসাধারন রঙের ছড়াছড়ি। মাওলা বখসের দেয়ালে হাতের কাজ। বিউটি বোর্ডিং-এর সবুজাবৃত আবাসন। স্কুল অফ এভরিথনিং এলসের করা গ্রাফিটি।
শাখারীবাজারের সোনালী গলির পর বিউটির লাচ্ছি, বাকরখানি, পাপড়ি চাক দিয়ে দিন শেষ করি...
রাস্তায় রাস্তায় বাংলা সিনেমার পোস্টারের প্রতি সবার তাচ্ছিল্য দেখেই মনে হচ্ছিল এই গানগুলো নিয়ে একটা প্রোগ্রাম করা দরকার।
কথা বললাম কিছু ব্যান্ডের সাথে। সবাই বেশ ইন্টারেস্ট দেখাল। এই প্রোগ্রামের মূল লক্ষ থাকবে সিনেমার গানগুলোকে বর্তমান জেনারেশনের কাছে appealing করে তোলা। সবার আশ্বাসেই ভেন্যুও বুকিং দিয়ে ফেললাম।
এখন প্রয়োজন সবার দোয়া এবং আরও কিছু জিনিস:
১) আপনার কিংবা আপনার পরিচিত কারও কাছে ৭০-৮০ দশকের বাংলাদেশি সিনেমার গান থাকলে, কিভাবে তা সংগ্রহ করতে পারি তা একটু জানাবেন।
২) আপনার পছন্দের টপ টেন বাংলা সিনেমার গানের লিস্ট কমেন্টে পোস্ট করলে আমাদের বেশ উপকার হবে।
৩) আপনার পরিচিত কিংবা আপনার কোনও ব্যান্ড থাকলে যোগাযোগ করতে পারেন। আমার ফেইসবুক এ্যাকাউন্ট ।
৪) বাংলা সিনেমার সঙ্গে জড়িত আরও কিছু মানুষকে খুজছি।
আপনার পরিচিত কেউ থাকলে প্লিজ পরিচয় করিয়ে দিবেন।
ওহ, একটা ছোট্ট সাজেশন। অনেকেই শুক্রবারে ফরেনারদের পুরান ঢাকা দেখাতে নিয়ে আসেন। কিন্তু ঐদিন এদিকের বেশীরভাগ দোকানপাট বন্ধ থাকে, বুড়িঙ্গার তীরের বাসিন্দাদের রঙিন জীবনধারার অনেকটাই মিস করে তারা। অন্যদিনের জাম এখন ঢাকার যে কোনও যায়গাতেই বিদ্যমান।
অতএব সবচেয়ে ভাল হয় যদি শনিবার সকালে নিয়ে আসেন, এদিন ১১-১২টা পর্যন্ত এদিকের সব দোকান বন্ধ থাকে। জ্যাম লাগার আগেই ঘোরাঘুরি শেষ করে শাখারীবাজারের ভেতর দিয়ে সোজা রাজ্জাকে গিয়ে দুপুরের লান্চ...
আপনার টপ টেন গানের লিস্টটা লিখেই ফেলুন! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।