আমাদের কথা খুঁজে নিন

   

নূর হোসেন থেকে বু আজিজি, তোমরা জীবন দিয়ে পথ দেখিয়ে গেলে; কিন্তু আমরা কি সেই পথে চলছি?

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....
আমাদের নূর হোসেন বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক লিখে বন্দুকের নলে ঝাঝড়া হয়ে আমাদের নতুন পথে তুলে দিয়ে গেছে... আমরা কি সেই পথে হাটছি?? বু আজিজি তিউনিশিয়ার নূর হোসেন। বেন আলীর সকল অগণতান্ত্রিকতা আর ব্যর্থতার চোখে আঙুল দিতে নিজের শরীরে আগুন দিয়ে তিউনিশিয়াকে দিয়ে গেল এক নতুন পথ। যে আগুনে জ্বলছে এখন প্যান আরবীয় সব স্বৈর শাসকদের সিংহাসন। খেলোয়াড়ী জীবনের মতোই ফুটবলের ছন্দ আর গতিতেই যেন মাত্র ২৬ বছরের ছোট্র জীবনটাকে ইতিহাসের শক্তিশালী পরিবর্তনের ধাপ বানিয়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে। সময়ের মোড়ে মোড়ে এমন একজন করে আসে পৃথিবীতে... সমাজ কে, প্রশাসনকে, রীতি নীতি ভেঙ্গেচুড়ে.. সময়কে বদলে দিয়ে চলে যায় আপন ঠিকানায়.. সংক্ষেপে বু আজিজি নাম: তারিক আল তাইয়্যেব মুহাম্মদ ইবনে বু আজিজি জন্ম: ফেব্রুয়ারী ২৯, ১৯৮৪ (লিপইয়ার যুবক) সিডি বুজিদ, তিউনিশিয়া। মৃত্যু:জানুয়ারী ৪, ২০১১ বেন আর্স, তিউনিশিয়া। চীর নিদ্রায় শায়িত: গারাত বেননার সমাধি সৌধ কিন্তু আমরা কি সত্যি দেখছি সেই পথ? তাদের জীবনাবসানে বেনিফিসিয়ারী শাসকেরা আবারো যেন চলে উল্টো পথে! আমরাও ভীত হয়ে অানুগত্যের নামে ভীরুতায় চালীয়ে নেই জীবনটারে.... তাই বুঝী বু আজিজিরা সময়ের মোড়ে মোড়ে এসে আমাদের বিশ্বাস আর চেতনাকে নাড়িয়ে শানিত করে দিয়ে যায়.... অন্তরের গভীর থেকে সশ্রদ্ধ সালাম তোমায় বু আজিজি
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।