আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে তাহাকে পাইলাম! শালার মানবাধিকার! !!!

যাকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, তাকে পেলাম আজ। রেঞ্জের বাইরে অবস্থান করতেছে তো, তাই চড়টা দিতে পারছি না। তবে ভার্চুয়ালি লাথি, চড়, ঘুসি দেয় না, সেরকম তার জন্য আবারো বরাদ্দ দিতে বাধ্য হলাম। শালা গণহত্যা'র সংজ্ঞা শিখাই। আরে তোর কাছে শিখতে হবে এর সংজ্ঞা! তুই ৭১ দেখেছিস তা আমি মানি।

কিন্তু তোর কাছে ৭১ এর কোন চেতনা আছে বলে আমি মনে করি না। তুই তো চামচা একটা। তুই যে বাংলা বলতে পারিস এটা তোর অনেক বেশি পাওয়া হয়ে গেছে। তুই ৭১ এর চেতনা'র কথা বলিস, কিন্তু ২০১৩ তে যা হচ্ছে তা তোর কাছে পান্তা ভাত। হারামী মানুষ হ'।

একটা স্বাধীন দেশে ১ দিনে ৮০ জন মানুষ মারা যাওয়া, গনহত্যা না? সুশীল সমাজের তকমা গায়ে জড়িয়ে ভালোয় মজা করিস। আরে তোর মত হারামী আর কয়জন আছে রে? একটা দেখাতে পারবি, তোর ফটোকপি! সত্য বল, আমি আমরা তোকে গুরু মানবো। তরুন প্রজম্মের আদর্শ হতে পারবি রে। ভালো হ'। ভালো হ'।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।