/ শাফিক আফতাব / ক্লিওপেট্ট্রা, তুমি ভ্রমণে আসতে চেয়েছিলে বাংলাদেশ, আমাদের শান্তস্নিগ্ধ প্রকৃতি দেখার তোমার বড় সাধ ছিলো, আমাদের মসলিন আর সোনালী আঁশ পাটের কদর থেকে তুমি আমাদের দেশকে চেনো অবশ্য আমরা সেটা এখন পোশাক শিল্পে পুষিয়ে নিচ্ছি। আমরা যুদ্ধ করে মায়ের ভাষাকে ছিনিয়ে আনতে জানি, বাঙালি জাতীয় সত্তায় দেশকে স্বাধীন করতে জানি, : এসব তোমার বেশ ভালো লেগেছিলো, বাঙালি বীরের জাতি বলে তুমি লিখেছিলো আমরা স্বাধীন হবার অল্প কিছুদিনের মধ্যেই অর্থনৈতিক স্বয়ংসর্ম্পণতা আনতে প্রায় সক্ষম হচ্ছি ইতোমধ্যে আমাদের অন্তর্কলহে দেশ সহিংসতার শিকার, তুমি হয়তো দেখে থাকবে, পত্রিকায় কিংবা ফেসবুকে কিংবা ব্লগে আমাদের দেশে যুদ্ধপরাধীর বিচার চলছে, অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ বিচারের দাবিতে দেশের তরুণপ্রজন্ম ফাঁসির দাবিতে বদ্ধপরিকর, জামাত-শিবির নামক দলটি বিচারের বিরুদ্ধে হরতাল আর শ্লোগাণে প্রকম্পিত করছে রাজপথ, কদিনের সহিংসতায় প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক লোক, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অতিরিক্ত পুলিশ, বিজিবি মোতায়েন করছে, প্রতিহত করছে পরিস্থিতি, রাস্তায় রাস্তায় চলছে তল্লাশি, গ্রেপ্তার, দুর্বৃত্তদের ভাংচুর, অগ্নি সংযোগ, হত্যা ; এমন পরিস্থিতিতে এদেশে তুমি ভ্রমণে এসোনা ক্লিওপেট্ট্রা, পাশে চোরাগোপ্তা হামলায় তুমি শিকার হও আমার বিদেশিণী প্রণয়িনী তুমি তোমার অমঙ্গলে আমি বাঁচবোনা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কেনো না আমি তো আমার জাতি ধর্ম বর্ণ তোমার জন্য বিসর্জন দিতে চেয়েছি তোমাকে পাবো বলে আমি আমার জাতিসত্তাকে ত্যাগ করতে পারি, তুমি এসোনা এদেশে, এখানে স্বাধীনতার পক্ষে বিপক্ষে শাক্তি দুটি তুমুল ক্রোধে আবর্তিত, এর পরিণাম আমি জানি না হে বিদেশিনী, মানুষগুলো কেনো যে পাশবিক আক্রমণে শহর বন্দর নগর আতঙ্কিত করে তুলছে, অরণ্যে সিংহের গর্জনের মতো চিৎকার করছে কেউ, তুমি তোমার ভিসা বাতিল করো, আমিই আসছি তোমার কাছে তোমার উষ্ণ সান্নিধ্যের কাছে, তোমার সাদা চামড়ার শুভ্র ভালোবাসা পেতে আমি ত্যাগ করছি আমার প্রিয়জন্মভূমি। ০২.০৩.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।