আমাদের কথা খুঁজে নিন

   

বোস্টন গ্লোবের মালিকানা বিক্রিতে বাধ্য হলো নিউইয়র্ক টাইমস

নিউইয়র্ক টাইমস গ্রুপ বেঁচে দিতে বাধ্য হলো শতবর্ষের পুরনো 'বোস্টন গ্লোব' পত্রিকার মালিকানা। মূলত অনলাইনের মিডিয়ার দাপটের কাছে পরাজিত হল নিউইয়র্ক টাইমস গ্রুপ। 

পাশাপাশি নিউ ইংল্যান্ডে অবস্থিত অন্যান্য প্রকাশনাও বিক্রি করার ঘোষণা দিয়েছে বিশ্বের নামকরা এ মিডিয়া গ্রুপটি। 

বিশ্লেষকরা ধারণা করছেন, মূলত ইন্টারনেট ভিত্তিক পত্রিকার দাপটের মুখে প্রিন্ট এডিশনের কাটতি হ্রাস এবং একইসঙ্গে বিজ্ঞাপন বাবদ আয় কমে যাওয়ার কারণেই টাইমস গ্রুপ পত্রিকাটিকে বিক্রি করতে বাধ্য হয়েছে। 

টাইমস গ্রুপের মুখপাত্র ইলেন মারফি হাতবদলের বিষয়টি নিশ্চিত করে বলেন, পত্রিকাটির জন্য হেনরি সাত কোটি ডলার দিতে রাজি হয়েছেন। 

মেজর লিগ বেসবলের খ্যাতনামা দল বোস্টন রেড সক্সের মালিক জন ডব্লিউ হেনরি মাত্র সাত কোটি ডলারে কিনে নেন পত্রিকাটিকে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।