আমাদের কথা খুঁজে নিন

   

যে সামুতে আগে প্রগতিশীলতার চর্চা হতো সেখানে এখন লজ্জাহীনভাবে ধর্ম চর্চা হয়।

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্

সামুতে লিখে শান্তি পাওয়া যায় না । যেকোনো সময় যেকোনো লেখা গায়েব হয়ে যেতে পারে । আইডি ব্লক করা হতে পারে । যে সামুতে আগে প্রগতিশীলতার চর্চা হতো সেখানে এখন লজ্জাহীনভাবে ধর্ম চর্চা হয়। একাধিক আইডি ব্লক হওয়াতে সামুতে গল্প-রম্য লেখা পোস্ট দেয়া ছেড়ে দিয়েছি, কবিতাই আজকাল পোস্ট দেই, খুবই ব্যথিত হই যখন দেখি কবিতাও গায়েব করে দেয়া হয়। ব্যথিত হওয়া ছাড়া কিছু করার থাকে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।