বিদ্যুতপ্রিষ্ঠের মত সরিয়ে নিলে হাত
কী ছিল আমার হাতে ?
হয়তো স্পন্দন খুজে পাওনি ভালোবাসার
কিংবা হতে পারোনি দুর্লঙ্ঘ , রেখেছো দুর্ভেদ্য
কখনো কি বুঝতে চেয়েছো ---
কেন তোমার দিকে আমি তাকাতে পারি না ---
আমি কেন বাকহীন কিংবা ভীষন বাচাল ----
কেন তোমার চলে যাওয়া পথে
আমি নিশ্চল পাথর ?
কী ভাবে বুঝবে ----
তোমার সে দ্রিষ্টি কোনকালেই ছিল না ।
কী হবে তাতে ---
দূর হতে দূরে --- সরে যেতে যেতে
এ পথ হয়তো মিলে যাবে
অন্য পথের সাথে ।
শুধু তুমিই পাবে না খুজে
যে পথে সহস্র দিবসকাল অপেক্ষায় থেকে
বুনো ঘাসফুল বাগান সাজিয়েছিল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।