এই লেখাটি লেখার আগে গভীরভাবে চিন্তায় ছিলাম সাম্প্রদায়িকতা ছড়াবে নাতো?? বলা তো যায় না সরকার যেভাবে সব জায়গাতে মনিটরিং চালাচ্ছে যেখানে বড় বড় মাগার(কুমির) মাছ ধরাশায়ী সেখানে আমি তো নর্দমার এক ফাইটো-প্লাংকটন । সারাক্ষন মনের মাঝে উশখুশ আর হাত ইশপিশ করছিলো । অন্তঃত সচেতন নাগরিক হিসেবে কিছু বলার ক্ষমতা অবশ্যই রাখি । যেহেতু আমি আমার দেশের ভাতে ফ্যান ও রাস্তার পাশের বাটারবন খাওয়া একজন ঋনি (দেশের কাছে) । হুদাই অন্যায় কিছু হলে (চোখের সামনে) মন পুড়ে ভীষন, যদিও অনেকের মতন আমিও চিল্লানি পর্যন্ত ।
তো বসেই পড়লাম আগের মত যা হবার হবে আবার পরক্ষনেই খেয়াল আসল, উ মা রে!!! আমি কুন চ্যাটের বাল চতলা যে আমার কথায় পুরা দেশে পারমানবিক বোম ফাটবে । বড়জোড় কারো কারো তলদেশে গরম অদাহ্য বায়ু নির্গত হবে হয়তো,এই পর্যন্তই ।
.............
.............
এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া । সবাই জানি মনে হয়,আমার জানা ভুল ও হতে পারে । যাই হোক আমার জানা মতেই আমি এগোতে থাকি ।
কথা হল বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে কিন্তু ১০০ ভাগ মানুষই মুসলিম না,সেখানে মুসলিমের পাশাপাশি হিন্দু খ্রিস্টান ও গুটি কয়েক হাজার (হয়ত) বৌদ্ধ ধর্মাম্বলিদের বসবাস । মুসলিম বাদে কার কত সংখ্যা সেটার ভালো ধারনা আমি রাখি নাই এখন পর্যন্ত । জানা মতে মুষ্টীমেয় কয়েকলক্ষ হিন্দু বাস করে ।
আসল ব্যাপার হল ইন্দোনেশিয়ার সরকার সে দেশের সংবিধানে ইসলাম সহ বাকি ধর্মগুলোকেও পরম সহানুভুতির সাথে তাদের রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃত দিয়েছে । এতে করে ইসলামের উপর কি কোনো খারাপ প্রভাব পড়েছে কি ?,নাকি আমাদের দেশের মত সারাক্ষনি ধর্মের নামে,হানাহানি,খুনাখুনি,সংঘাত লেগেই থাকে??? এটা আপনারাই ভালো বলতে পারবেন আমার থেকে ।
স্বাধীনতার পরে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা যেরকম ছিলো তাদের ও সেরকম ছিলো । এখন যদি এখন পর্যন্ত তাদের সাথে আমাদের অর্থনোতিক অবস্থা পার্থক্য করি তাহলে বোঝা কঠিন হবে না কাদের অবস্থান শক্ত ,আমাদের নাকি তাদের?? বিশ্বের অনেক রাষ্ট্রেই সংখ্যালঘু,সংখ্যাগুরু এই ব্যাপার নিয়ে একটূ টানাটানি থাকে অথবা অনেক জায়গাতে সংখ্যলগুরা নিজেরা নিজেরা একটু উপেক্ষিত মনে করে,এটা হয়ত রাষ্ট্র নায়কের কারনে এমনটি হয়ে থাকে অথবা পারিপাশ্বিক অবস্থানের উপর ভিত্তি করে হয়ে থাকে , এবং এটা থাকবেই,কারন কিছু কিছু বাস্তবতা অস্বীকার করা যায় না ।
কিন্তু আমি সেটাই দেখব যেখানে সংখ্যালঘু,সংখ্যাগুরু নিয়া পজিটিভ কিছু হচ্ছে । তাই আমি প্রথমেই ইন্দোনেশিয়ার কথাই তুলে ধরলাম । হয়ত সেখানেও হাল্কা থাকতে পারে ফ্যাসাদ কিন্তু আমার জানা মতে পাই নি, আমার জানার পরিমানটা কম আমি স্বীকার করি নির্দিধায় ।
....
এখন আসুন টুক্কুস করে আমাদের দেশে হান্দাই । মাঝে মাঝে কিছু কথা বলতে গেলে ইতিহাস টানতে হয়,যেমন এখনও আমাকে ৭১ টানতে হচ্ছে । কেনজানি, আওয়ামীলীগ সরকারের আওতায় থাকতে থাকতে অতীতে ফিরে যাওয়া জরুরী হয়ে পরে । কাজের কথায় আসি, ৭১ এ দেশ স্বাধীন হয় এবং সকল ধর্মের লোকেরা মিলেই কিন্তু এই দেশ স্বাধীণ করেছিলো । কিন্তু শেখ মুজীব ইসলাম ধর্ম কেই রাষ্ট্রধর্ম করল,যেটা বিশেষ করে হিন্দু ধর্মের লোকেরা আশা করে নি হয়ত, হয়ত।
আমার সঠীক জানা নেই, ইতিহাস ঘেটে যা পেয়েছি ব্রাদার । ইসলাম বাদে বাকীগুলাকে কেন করলো না এইরকম প্রশ্ন নিজেরা টেনে আমাকে সেকুলারিস্ট ভেবে বসবেন না, প্লিজ ।
আমার বলার মানে হল এই যদি ইন্দোনেশিয়ার মত হত তাহলে হয়ত আমাদের দেশে এখন যে ব্যাপারগুলা ঘটছে যার বেশিরভাগই ধর্ম নিয়া (আপনার তা দেখছেন ই) সেগুলো হয়ত হত না, হতই না । যেখানে ভেদাভেদ থাকে না সেখানে কিসের সমেস্যা ?? আমি বুঝি না !! সকল ধর্মকে রাষ্ট্রধর্ম করায় ইন্দোনেশিয়া তো থেমে নেই,তাদের রাজনৈতিক,অর্থনৈতিক যা ই বলেন সবকিছুই শান্তিপূর্ন ভাবে সামনে এগিয়ে যাচ্ছে, যাবে । কারন ইন্দো সরকারের প্রধান উদ্দেশ্য দেশের সকল মানুষকে নিয়ে কাজ করা,নিয়া এগিয়ে যাওয়া , অবশ্যই দেশ ও দেশের মানুষের স্বার্থে ।
এখন একটু ট্যারা চোখে দেখলে বোঝা যায় ইসলাম ধর্মকে রাষ্ট্রের প্রধান ধর্ম বানানো উদ্দেশ্য কোনো মহৎ উদ্দেশ্য ছিলো না,ছিলো শুধু প্রয়োজনে ধর্ম কে কাজে লাগিয়ে ক্ষমতা এবং ক্ষমতা টিকিয়ে রাখা । মৌলবাদের শুরু,উস্কানি তো এখান থেকেই । আর জামাত শিবিরের ফাজলামি তো ছিলোই স্বাধীনতা পরবর্তীতে এই ধর্মের নামে ব্যবসা করা । জামাত শিবিরে দিকে না যাই, কোপানি একটাও মাফ হবে না তাইলে / আমি ভাই ,জীর্ণসার,ভীতু,দুর্বল মানুষ, মাঝে মাঝে দেশের টানে কিছু কথা মুখ দিয়া ফসকায়া যায়, নাইলে আমি এমন কোন বাপের পোলা যে হোগা তুইল্যা খেমটা নাচমু !!! । এই নিয়া আর না যাওয়াই যুক্তিযুক্ত, গেলাম না ।
....
....
আমি সমাধান দিতে পারব না,পারিও না, দেওয়ার খায়েশ ও নাই । বর্তমান দেশের পরিস্থিতি ধ্বংসাত্নক মূলক, যা ধ্বংস করে দিচ্ছে সব এইটা না ভাবলেও দেশের নাগরিক হিসেবে ভাবতে বাধ্য করে আমার বিবেক । রাস্তা ঘাট দিয়া তো আমরাই চলি নাকি ??,হুদাই কোপ খামু যেখানে আমার কোনো কসুর নাই । আর রাজনীতিক রা পুলিশ,আর্মি প্রটেকশন নিয়া তামশা দেখবে এটা তো মানাই যায় না, কি করমু মানতে হয়। ঐ যে বল্লাম দুর্বল চিত্তের সবল অধিকারী ।
........
........
একদম শুরু থেকে পর্যালোচনা করলে দেখা যায়, সবাই ভাষা নিয়া কারাকারি,হানাহানি ,প্রতিটা দলই এই ভাষার উছিলা দিয়া হাঙ্গামা চালায়,ভাষার ইমোশন নিয়া ভোটে যায়,ক্ষমতায় আসে । আমি মনে করি না সবকিছু ভাষা নিয়া হয়,তার মূলে ধর্ম থাকেই । এবং এইটাই প্রধান ইস্যু স্বাধীনতার পর থেকেই । লুকায়িতভাবেই হোক আর প্রকাশ্যভাবেই হোক ক্ষমতায় টিকে থাকার জন্য মৌলবাদরা সহ রাজনীতিবীদরাও ধর্ম কে ব্যবসায় পরিনত করে ফায়দা লুটছে,লুটে যাচ্ছে, আরো যাবে হয়ত ।
আমার কথাগুলো যে সঠীক তা আমি বলছি না, শুধু বলতে চাই আমাদের ইচ্ছাটা যদি অসাম্প্রদায়ীকতাই হত তাহলে ইন্দোনেশিয়ার মত করে কিছু করলাম না কেন?? তাতে তো কোনো কারো ধর্মে বা জানে আঘাত আসত না ।
জবার চাওয়ার সাহস নাই ,চাই ও না ।
....
এই লেখা পোস্ট পর্যন্ত জামাত-পুলিশ সংঘর্ষে পুলিশ সহ অনেক জন কাইত ,পুরা আল্লাহ পেয়ারা কাইত, উঠবেনা কেউ ।
ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিয়ুন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।