বন্ধুরা,
আমি একটু সমস্যায় পড়েছি। বিদেশ থেকে একজন আমার পেওনার মাষ্টারকার্ডে (ডেবিট কার্ড,যেটা ওডেস্কে রেজিষ্ট্রেশন করে পেয়েছি এবং সেটা এ্যক্টিভেটও করা হয়েছে) ১৫০ ডলার এর মত পাঠিয়েছে। কিন্তু আমি এর আগে মাষ্টারকার্ড দিয়ে টাকা তুলি নি। তাই বুঝতে পারছি না কোন এটিএম থেকে টাকাটা তোলা যাবে। শুনেছি একমাত্র স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এটিএম ছাড়া অন্য কোন ব্যাংকের এটিএম থেকে এই কার্ডে টাকা তোলা যায় না। এছাড়া কার্ডে মিনিমাম কত টাকা রাখতে হবে তাও জানিনা। কোন অভিজ্ঞ ভাই কি আমাকে একটু হেল্প করতে পারবেন? আমি সুনির্দিষ্ট তথ্য চাচ্ছি। নিজের অভিজ্ঞতা থাকলে আমাকে সেটা বলে কৃতজ্ঞ রাখতে পারেন। আগেভাগে ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।