[
ক্রিং ক্রিং (বাসার টেলিফোন বাজছে)
(ওপাশ থেকে মহিলা কন্ঠ)
দৈনিক রাতের আলোঃ হ্যালো। মাহফুজ স্যার আছেন ? আমি রাতের আলো থেকে বলছি।
মহিলাঃ ও ! একটু ধরুন ডেকে দিচ্ছি।
দৈনিক রাতের আলোঃ ওকে !
(কিছুক্ষন পর)
দৈনিক রাতের আলোঃ হ্যালো ! স্লামালাইকুম
মাহফুজুরঃ ওলাইকুম
দৈনিক রাতের আলোঃ স্যার ! ভাল আছেন ?
মাহফুজু্রঃ আর ভাল। ব্যাস্ত ! খুব ব্যাস্ত !
দৈনিক রাতের আলোঃ কেন স্যার ? কোন এসাইনমেন্ট ?
মাহফুজু্রঃ আরে না।
আপনি আমার কাছের লোক তাই বলছি এটা পত্রিকায় দিবেন না কিন্তু।
দৈনিক রাতের আলোঃ আরে না, আমাকে বলেন, কোন সমস্যা নাই।
মাহফুজুরঃ আর বলেন না! আপনার ভাবির (ইভা) আজ সুটিং কিন্তু ওর একটা অন্তরবাসের সেলাই খুলে গেছে। ওটাই সেলাই করছি।
দৈনিক রাতের আলোঃ বলেন কি স্যার ?
মাহফুজু্রঃ সবই নিয়তির খেলা রে ভাই !
দৈনিক রাতের আলোঃ তা বস, ভাবি কে কিন্তু দারুন লাগে নতুন শাড়ীতে।
মাহফুজু্রঃ হ্যা, তবে ইদানিং পোষাক পরেই বেশী ভালো লাগে।
দৈনিক রাতের আলোঃ স্যার ঠিক বুঝলাম না।
মাহফুজু্রঃ থাক বাদ দেন
দৈনিক রাতের আলোঃ তা শুনলাম ভাবি নাকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবে ?
মাহফুজু্রঃ হ্যা সেরকমই কথা আছে, কিন্তু ও তো আবার প্রেগন্যান্ট।
দৈনিক রাতের আলোঃ ওহ ! তাহলে তো ভাবিকে মিছ করব!
মাহফুজু্রঃ আরে নাহ ! টিভিতে কায়দা করব, পেট দেখাবো না। খালি ফেস আর বুক।
হা হা হা...
দৈনিক রাতের আলোঃ ওহ ! দারুন
মাহফুজু্রঃ আমি তো এটাই চাই যে আমার বউ কে সবাই দেখুক।
দৈনিক রাতের আলোঃ ওকে স্যার ! ভালো থাকুন।
সম্পুর্ন কাল্পনিক। কারো সাথে মিলে গেলে লেখক দায়ী নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।