আমাদের কথা খুঁজে নিন

   

খলনায়কের চেষ্টা



একজন খলনায়ক। একটি জাতির দুর্দশার পটভূমি তৈরীকারী ক্রীড়নক। একটি দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব গ্রাস করার সুনিপুন চক্রান্তের হাতিয়ার। স্বার্থ হাসিলের পর ‘শান্তি’-তে নোবেল বিজয়ী সেই মোহাম্মদ এলবারাদি এখন চেষ্টা করছেন নিজ দেশে গড়ে উঠা স্বতঃস্ফুর্ত একনায়কতন্ত্র-বিরোধী বিক্ষোভের নেতৃত্ব নিতে। এজন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেয়ার খায়েশও ব্যক্ত করেছেন।

মিশরের বর্তমান প্রেসিডেন্ট হোসনি মোবারক আপাদমস্তক মধ্যপ্রাচ্য সংক্রান্ত মার্কিন নীতির ধারক এবং বাহক। এলবারাদিও তাই। একারনে সমীকরনটা সহজেই বোঝা যাচ্ছে—একজন সমর্থকের জায়গায় আরেকজন সমর্থক আসাটা নিশ্চিতকরণ। মাঝখানে যে পরিবর্তনের আশায় সাধারন মানুষের প্রতিবাদ এবং আত্মত্যাগ সেটা যাচ্ছে পুরোপুরি বিফলে। জনগনের বিজয় নিশ্চিত হবার আগেই এমন ব্যবস্থা নেয়া হচ্ছে যাতে কসমেটিক সার্জারীর মাধ্যমে নেতৃত্বের চেহারা হয়তো বদলানো হবে কিন্তু অভ্যন্তরীন কাঠামো থাকবে একদমই আগের মত।

স্বতঃস্ফুর্ত গনআন্দোলনের সবচাইতে দুর্বল দিক হচ্ছে এর কোন একক নেতৃত্ব না থাকা। ষড়যন্ত্রকারীরা সবসময় এর সুযোগ নিয়েছে। একারনেই হয়তো বিক্ষোভ শুরু হতেই এলবারাদিকে উড়িয়ে আনা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় এটা ঘটেছে এবং হয়তো এবারও ঘটবে। বাই-পোলার বিশ্বে তাও একটা প্রতিদ্বন্দ্বী ছিল, একটা প্রতিরোধ ছিল, ছিল একটা প্রতিষেধকের আশা।

কিন্তু বর্তমান ইউনি-পোলার বিশ্বে তা এখন সূদুর-পরাহত! এভাবেই কি জনগনের বিজয় সম্পূর্ন হবার আগেই তা ছিনিয়ে নেয়ার দারুন পরিকল্পনা সফল হয়ে যাবে? আরব জাতীয়তাবাদের উদ্যোক্তা জামাল আবদুল নাসেরের দেশের মানুষ কি এই পরিকল্পনা সফল হতে দেবেন? না-কি মিশরের মাটি থেকেই উথ্থান হবে আরেকজন নাসেরের! যে নেতুত্ব দেবে এই স্বতঃস্ফুর্ত একনায়কতন্ত্র-বিরোধী বিক্ষোভের। ইতিহাস বিভিন্ন সময় একেকজন সাধারন মানুষকে করে তোলে অসাধারন। এবার কি সেই ধরনের কিছু একটা আমরা দেখব? এসব প্রশ্নের জবাব মিলবে ভবিষ্যতের গর্ভে। শত বছর আগে ফ্রান্সে বিপ্লবের মাধ্যমে সম্রাটকে উৎখাত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর আবার কিন্তু এসব নেতৃত্বের বিরুদ্ধে বিপ্লব হয়েছে। দেখা যাক আরব বিশ্বের বর্তমান পরিবর্তনের হাওয়ায় মিশরের জনগনের জন্য কী লেখা রয়েছে!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.