আমাদের কথা খুঁজে নিন

   

ডিকেন্সের উপন্যাস ‘দ্য মিস্ট্রি অব এডউইন ড্রুড’ সম্পূর্ণ করল বিবিসি



ইংরেজি ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন চার্লস ডিকেন্স। জন্মগ্রহণ করেন ১৮১২ সালের ৭ ফেব্রুয়ারি। তিনি স্মরণীয় হয়ে আছেন মূলত তার লেখার ধরন আর বহু স্মরণীয় চরিত্র সৃষ্টির জন্য। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘আ ক্রিসমাস ক্যারল’, ‘অলিভার টুইস্ট’, ‘ডেভিড কপারফিল্ড’ ও ‘আ টেল অব টু সিটিজ’ ইত্যাদি। চার্লস ডিকেন্সের একটি উপন্যাস ‘দ্য মিস্ট্রি অব এডউইন ড্রুড’।

এটি অসমাপ্ত রেখেই তিনি ১৮৭০ সালের ৯ জুন মারা যান। মৃত্যুর আগে ডিকেন্স তার বন্ধু ও জীবনীকার জন ফ্রস্টারকে এই গল্পের সংক্ষিপ্ত রূপরেখা বলে গিয়েছিলেন। তার মৃত্যুর পর অসংখ্য লেখকই চেষ্টা করেছিলেন গল্পটির সমাপ্তি টানার। সম্প্রতি হত্যা, রহস্য আর হেঁয়ালিময় সব চরিত্রে ভরপুর এ কাহিনীটির সমাপ্তি টানার ঘোষণা দিয়েছে বিবিসির এক গুরুত্বপূর্ণ টিভি প্রোগ্রাম। লেখাটি সমাপ্ত করেছেন বিবিসির স্ক্রিপ্ট লেখক গিনেথ হিউজেস।

তিনি ‘বিবিসি ফোর ড্রামা’র জন্য লেখাটি সমাপ্ত করেছেন। আশা করা হচ্ছে ডিকেন্সের ২০০ বছর উদযাপন উপলক্ষে এটি বিবিসি প্রচার করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।