"সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।
▼ ▼ পূর্ব কথা-
✔ পিলাচ মাইনাচ আন্দলনের জন্য পোষ্টানো আমার প্রথম টেঁকি পুষ্ট "কিভাবে আপনার রান্নাঘরের ময়লা ফেলবেন" নামক একটি অসাধারন জ্ঞানি এবং টেঁকি পুষ্ট সামুর মোডুরা নির্দয় ভাবে মুছে দিয়েছেন।
তারা পুষ্টটির তিনটি ভার্সন মুছে দেন (ভার্সন ১, ২ এবং ৩)
✔ তখন আমি চিন্তা করলাম যে- আমাদের এই নিরীহ রিচিপি এবং টেঁকি পুষ্টগুলো তারা ক্যান মুছে দেন। হটাত আমার মাথায় এল- ঠিকই তো আছে, রিচিপি পুষ্টগুলা মুছাই স্বাভাবিক।
কারন আম্রা সামুতে খালি রিচিপি পুষ্ট দিচ্ছি আর বাসায় তা তৈরি করে খাচ্চি- কিন্তু সামুর মোডুরা কি পাচ্ছে পুষ্টগুলো থেকে??
✔ তারাই কিছুই পাচ্ছে না বরং রসালো এবং স্পাইসি খানাগুলোড় রিসিপি পড়ে তারা খালি হায় হুতাশই করছেন মাগার খেতে পাচ্ছেন না তাই রাগ করে তারা তো মুছবেনই।
ঠিকই আছে।
✔ তখনই আমার মাথায় আসে যে আম্রা যে খানাগুলা রিচিপি পুষ্ট দেখে পাকাই তা সামুর অপিশে পাঠানো দরকার।
================================
♥ হাউ ঠু সেন্ড দ্যা ব্লগারস রিচিপি খানা টু সামু অপিস-
◆ ◆ তাহলে আসুন জেনে নেই কিভাবে আম্রা আমাদের রিচিপি গুলা সামুর অপিশে পাঠাতে পারি।
▼ এই কাজের জন্য আপনার লাগবে-
১। রিচিপি অনুজায়ি খাবার (ছবি দেখুন)
২।
একটি খালি ঝুরি (ছবি দেখুন)
৩। এক বোতল তেল- সরিষা হইলে ভাল (ছবি দেখুন)
৪। কিচু টেকা পইসা (ভাড়ার টেকা)-
৫। সামুর ঠিকানা (যেটা তাবিজের মত গলায় বাইন্ধা রাখতে হইব- যদি ভুইল্লা যান )
'ইসলাম লজ'
সামহোয়্যার ইন...
বাড়ী: ১৪
সড়ক: ১৬/এ
গুলশান-১
...ঢাকা-১২১২
================================
▼ ▼ কর্ম প্রণালী-
১। প্রথমেই রিচিপি অনুজায়ি খাবার গুলো খালি ঝুড়িতে সুন্দর ভাবে সাজিয়ে নিন।
২। অতঃপর বাবা মায়ের / বাড়ির ময়মুরুব্বির কাছ থেকে বিদায় নিন-
৩। তারপর বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করে সোজা ঢাকা চলে যান। যে বাসটায় টেকা কম লাগে সেটায় উঠুন (ঢাকার বাইরের ব্লগারদের জন্য)
৪। যারা ঢাকার ভিতরে আছেন এবং যারা বাস থেকে মাত্র ঢাকায় নামলেন তারা একটা সি এন জি নিবেন- সি এন জি অয়ালাকে সামুর অফিসের ঠিকানা বললে সে নিয়ে যাবে।
৫। সামুর অফিসে গিয়ে সামুর মোডুদের খাওয়াগুলো খাওয়ান। তাদের সাথে খোশ গল্প করুন।
৬। সরিষার যে বোতল এনেছেন তা লুকিয়ে রেখে আস্তে আস্তে নরম সুরে মোডুদের তেল মারুন।
আর তেলে যখন মদু পুরা তইলাক্ত হয়ে যাবেন তখন আমাদের "প্লাস/মাইনাচ নিয়ে আন্দলনের যৌক্তিকতা তুলে ধরুন!!
( ছবিটা প্রতিকি ছবি- কেহ ইহার মোডুর ছবি মনে করিলে লেখক দায়ি নহে)
================================
▼ ▼ এইবার বিদায়ের পালা-
কাজ শেষ হয়ে গেলে মোডুকে পুরুষ মোডুকে জড়িয়ে (পুরুষ ব্লগার পুরুষ মোডুকে / প্রমিলা ব্লগার প্রমিলা মোডুকে) একটু কান্নার অভিনয় করুন।
কান্না শেষ হলে বিদায় নিয়ে চলে আসুন বাড়িতে।
================================
❤ ❤ ❤ সবশেষে ফলাফল- আপনি যদি কাজ সফল ভাবে শেষ করতে পারেন তাহলে আশা করা যায় মডুরা আবার আমাদের কাঙ্খিত পিলাচ আর মাইনাচকে ফিরত দেবেন।
================================
▼ ▼ সাবধানতা-
۞ ঢাকার পকেট মাইর / মলম পার্টি হইতে সাবধান।
۞ তেলের বোতল লুকিয়ে রাখুন সব সময়।
মোডুরা যেন বুঝতে না পারে যে আপনি অফিসে তেল মারতে গেছেন।
۞ খাবার যেন কোনমতে বাসি না হয়ে যায়। তাহলে বাসি খাবার খেয়ে মোডুদের পেট খারাপ হলে আপনার কিন্তু আই পি সহ ভ্যান খাবেন।
===============================
® ® লেখকের কথা -
প্লাস মাইনাচ আন্দোলন নিয়ে এটাই আমার শেষ পোস্ট। এই আন্দলনের আগে আমি খুব কম ফাউল পুষ্ট দিয়েছিলাম।
তবে আন্দোলন করতে গিয়ে কিছু ফাউল পোস্ট দেওয়া হয়ে গেছে।
প্লাস মাইনাচ নিয়ে লিখতে গেলে পুরা আলাদা একটা পোস্ট দিয়ে দেওয়া যাবে। তাই আমি এখানে আর প্লাস মাইনাশের গুনকীর্তন করলাম না।
আশা করি মোডুগন আমাদের মত আম ব্লগারদের কথা বিবেচনা করে প্লাস মাইনাস কে আবার ফিরিয়ে আনবেন।
মোডুদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকুক
ভাল থাকুন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।