সুপ্রিয় পাঠক, টিটি তে এটা আমার ১ম টিউন। কোন ভুল থেকে থাকলে ক্ষমা করবেন। আমাদের দেশে অনেক কম্পিউটার ব্যবহারকারি আছে যারা ইউটিউবে ভিডিও দেখেন। আমার এই টিউন টি তাদের ইউটিউব ব্যবহারে আরও সহায়তা করবে।
ধরা যাক কোনো একটি ভিডিও আপনি পরে দেখতে চান, পরে সেটা আবার সহজে খুজে পাবার জন্য ওয়াচ লেটার নামের একটি ফিচার রয়েছে।
ভিডিওটির টিক ডানদিকের কোনায় একটা ‘+’ দেখা যাবে। ওই ‘+’ এ ক্লিক করলেই, পরের বার আপনি যখন ইউটিউবের হোমপেজে প্রবেশ করবে, ভিডিওটি সেখানে দেখতে পারবেন।
ইউটিউবের ভিডিও চলার সময় নানা রকম লিঙ্ক ও বিজ্ঞাপন ইত্যাদি দেখা যায়, আপনি যদি এসব বিরক্তিকর উপাদান থেকে মুক্ত ভিডিও দেখতে চান তাহলে quietube.com এ ভিজিট করুন।
ইউটিউবেই ভিডিও এডিট করার জন্য রয়েছে এডিটর (http://www.youtube.com/editor) নামক একটি ফিচার। এর দ্বারা আপনি আপনার আপলোড করা ভিডিও সম্পাদনা করতে পারবেন।
তবে এর জন্য ইন্টেরনেট স্পীড বেশি হওয়া প্রয়োজোন।
এসবের পাশাপাশি আরও অনেক ফিচার রয়েছে ইউটিউবে। আমার এই টিউন আপনাদের ভাল লেগে থাকলে অন্য কোনদিন সেগুলো জানিয়ে আপনাদের টিউন করব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।