আমাদের কথা খুঁজে নিন

   

সুর্যঘড়ির রোজনামচা

অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব'
নভো অববাহিকায় কমলালেবুর খোসা ছড়িয়ে নির্বান লাভে ব্যস্ত হয় আইসিসের গর্ভজাত অদগ্ধ আগুন গোলক, আধারভেদী প্রদীপ শিখায় রাগ ভৈরবীর সুরে রক্তচন্দন আভার কম্পাঙ্ক বাড়ে, ঊষাদেবীর বিবমীষায় ভীরু অবগুণ্ঠন খুলে সোনালীশিখা নোঙর ফেলে তটরেখায়, কালোরোদ মাখা প্রহেলিকার বাতাবরণে; ফ্যাকাশে, নিষ্প্রভ শ্যাম্পেন জ্যোতির্ময়তায় উদ্ভাসিত হয়, গ্যাস ছেড়ে বোতল বন্দী শ্যাম্পেনে আসে বুদ্বুদ; নিকশ কালো আঁধারের বদন উদ্ভাসিত হয় ব্রীড়াময়ী তন্বীর গোলাপী শিহরণে । খাঁজ কাটা পানসে ধরাভূমির আনতি বেয়ে আদিত্যদেব অগ্রসর হয় নেপোলিয়নের বেশে, তৃণে তৃণে ছড়ায় দীপ্ত প্রভা সেই উচ্চ বিভব ঔজ্জ্বল্য, তপ্ত গরম গোলাপী-পিংক ঝাঁজর । পূর্ব দিগন্তের সোনালী স্ক্রিনে বীথিকুঞ্জগুলো যেন ছায়াতরুদের সিলুয়েট । অতপরঃ অকর্ষিত মৃত্তিকা ফুড়ে রাজকন্যার দেহের ভস্ম থেকে উকি দেয় পারিজাতিকার নবীন বিটপ, ঘাসপাখিরা ঘাসের ফালিতে সাজায় সুদৃশ্য সংসার; পলাশ গন্ধমাখা আশ্বিনের হিমেল বাতাস গোলাপী আভার সুঁচে বিদ্ধ হয়, ব্রীড়া বৈভব কাটিয়ে সদ্য রমণীত্ব অর্জন করে বালিকা । নীলের আকাশ গোলাপী হলে কিছুটা তির্যক রক্তিমাভা সমৃদ্ধি লগণ পাড়ি দিয়ে রেখে যায় কিছু অতিসুখাবিষ্টতা, রেখে যায় স্মৃতির বুদ্বুদ দৃশ্যদিগন্তের বায়ুকোষে, অলক্তরাগ যথাসম্ভব প্রসারিত হয় আনাচে কানাচে টইটম্বুর কমলসুরভি মাখা অলকানন্দার জলে, ঢেউগুলো সশব্দে ভেঙে পড়ে টুকরো টুকরো হয়ে পড়ে, রমণীর কপালে থেতলে যায় লাল টিপ, সন্ধ্যাদৃষ্টির প্রতিচ্ছায়া রজনীমুখে অগ্রসর হয়, দীর্ঘ হয় ।

সন্ধিকালে ঘুর্ণয়মান চাকার পরিধি ধরে পিছু হটে আসে বিজয়ী বীর, ক্রমশ বিলীন হয় মুখচোরা পাহাড়ের আড়ালে । পারিজাতের ছায়াবীথি তলে বেড়ে উঠে নিশীথ নিকেতন । সাঁঝের মায়ায় দুঃখ বৃক্ষের লালচে-কমলা বৃন্ত-শীর্ষে ফুঁটে থাকে শেফালী, গোলাপী আলো তৎক্ষনে সন্ধ্যাতারার রুপোচ্ছটায় মুখ লুকিয়েছে; পানকৌড়ির ডানার রৌদ্রোত্তাপে জলের হৃদয়ে জমে কালোর ক্যানভাস, গোলাপের কম্পাঙ্ক হ্রাসে আফ্রোদিতির ভগ্নহৃদয় যেন শুশুকের কংকাল । কিংবা, ঝিঁঝিডাকা রাতের ছায়া অবসাদের ছাইরঙা মেঘ বৃষ্টি নামায় মনের ক্যানভাসে, শ্রান্ত ডুবুরী রাত্রি সাগরে খুজে ফি্রে গার্হস্থ্য জোৎস্নার মনি মুক্তা জহরত । নাগরদোলা গড়িয়ে যায় নিষ্ঠুর কুমোরের চাকার মত, সূর্র-স্পর্শে পারিজাতিকারা আবারও ঝরে পড়ে অশ্রুবিন্দুর মত, যতিপ্রান্তহীন কালচক্রে দুঃখানুভুতি গুলোকে বুকে ধারন করে শুভ্র দেহের গৈরিক বসনে শিউলি পড়ে থাকে ছায়াবীথি তলে ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.