আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ ব্রোকারেজ হাউসের রিট খারিজ

CCNA, BUET

পাঁচ ব্রোকারেজ হাউসের ৩০ দিনের লেনদেন স্থগিতের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ জাকির হোসেনের দ্বৈত বেঞ্চ তাদের রিট আবেদনগুলো পর্যায়ক্রমে খারিজ করে দেন। ব্যাপক দরপতনের পর এসইসি বুধবার ছয়টি ব্রোকারেজ হাউসের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করেছিল। ব্রাকারেজ হাউসগুলো হলো ঢাকা ব্যাংক, আল আরাফাহ ব্যাংক, এনসিসি ব্যাংক, আইডিএফসি সিকিরিটিউজ লিমিটেড ও পিএফআই সিকিরিউটিজ লিমিটেড। এসইসির অভিযোগ দরপতনে তাদের ভূমিকা এবং প্রভাব ছিল।

পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থার ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রবিবার হাইকোর্টে ওই পাঁচটি ব্রোকারেজ হাউস একটি রিট আবেদন করে। সোমবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হয়। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম সরকারের পক্ষে এবং রিট আবেদনকারীদের পক্ষে ড. এম জহির খান ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বক্তব্য দেন। গতকাল সকালে আবার শুনানি হয়। পরে দুপুরে রিট আবেদনটি খারিজ করে দেন আদালত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।