আমাদের কথা খুঁজে নিন

   

উপকার একটি কপি-পেষ্ট প্রযোজনা ©

পৃথিবীটাকে যেমন পেয়েছ তার থেকে সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হেডকোয়ার্টারে ফোন এল- এফবিআই এজেন্ট: হ্যালো অপরপ্রান্ত: আমার পাশের বাসায় টম নামের অদ্ভুত এক লোক থাকে। এই শীতের মাঝেও ব্যাটাকে হাসিমুখে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ লাগলো। পরে গিয়ে উঁকি দিয়ে দেখি ও বসে বসে আফিম খাচ্ছে। আর কেউ যেন না দেখে এই জন্য গাছের গুঁড়ির ভেতর লুকিয়ে রেখেছে আফিমের প্যাকেট। এফবিআই: এখুনি আসছি আমরা।

দশ মিনিটের মধ্যে টমের বাড়িতে হাজির হলো এফবিআইয়ের তিন এজেন্ট। ঢুকতেই তাদের চোখে পড়লো ঘরের ভেতর এলোমেলো করে ফেলে রাখা চার পাঁচটি গাছের গুড়ি। টমকে হাতকড়া পরিয়ে গুড়িগুলোর দিকে এগিয়ে গেল তারা। এদিক ওদিক নেড়েচেড়ে দেখলো। টমের চোখে আতঙ্ক।

ক্রুর হাসি উপচে পড়ছে এফবিআইয়ের চোখেমুখে। গুড়িগুলোর ওজন কম নয়। ভেতরে কমসে কম কয়েক কেজি আফিম আছে। দশ মিনিটের মধ্যে কুঠার দিয়ে ফালি ফালি করে ফেলল গুড়িগুলো। কিন্তু আফিম পাওয়া গেল না।

হতাশ এজেন্টরা টমকে 'সরি' বলে চলে যেতেই বেজে উঠলো টমের ফোন। টম 'হ্যালো' বলতেই অপরপ্রান্ত থেকে তার বন্ধু জ্যাক বলল, -এফবিআই এসেছিল? -হ্যাঁ, কেন? -ওরা কি তোমার ফায়ারপ্লেসের জন্য কাঠ কেটে দিয়ে গেছে? -হ্যাঁ! - ঠিকাছে বন্ধু, এবার আমার উপকার কর। তুমি ফোন দাও এফবিআইকে। আমার ফসলের ক্ষেতটা চাষ করতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।