আমাদের কথা খুঁজে নিন

   

উপকার



চিত্র-১ দিনটি ছিল রাজনৈতিক আন্দোলন মুখর । আমি ঢাকা ক্যাণ্টনমেন্ট দিয়ে রিক্সায় কিছুদূর গিয়ে বাকী পথ পদব্রজে পাড়ি দিচ্ছি । গন্তব্য কাকলী হয়ে খিলক্ষেত বন্ধুর উদ্দেশ্যে । প্রতিমধ্যে একজন মধ্যবয়ষ্ক লোক দু’হাতে দুটি ভারীব্যাগ বয়ে নিয়ে যাচ্ছেন । আমি কিছুদূর যাওয়ার পর ভদ্রলোকের কষ্ট লাঘবে তার একটি ব্যাগ কিছুদূর বয়ে নিয়ে দিলাম ।

চিত্র-২ আর এইতো সেদিন, আমি ফার্মগেইট গ্রীণরোড দিয়ে হাঁটছি । একজন মহিলা অতিকষ্টে তার ব্যাগ নিয়ে হাপিয়ে হাপিয়ে হাটছে, একবার ভেবেছি তাকে সাহায্য করা দরকার কিন্তু পরক্ষণেই ভাবলাম যাকে সাহায্য করব সে যদি অন্য কিছু মনে করে এই ভেবে এখানেই চিন্তার সমাপ্তী টানলাম । মন্তব্য আন্যের উপকার করার মধ্যে যে আনন্দ পাওয়া যায় তা একেবারেই নিরেট আনন্দ বৈ আর কিছূই নয় । যারা অন্যের বিপদে স্বেচ্ছায় এগিয়ে আসেন কেবল তারাই বুঝতে পারেন এই আনন্দ কতটুকো উপভোগ্য । কিন্তু আপসোস জাগে আমরা এখন এমন এক সমাজে বসবাস করছি যেখানে উপকার করতেও মানা ।

আমাদের মধ্যকার ভ্রাতৃত্ববোধ আর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দিন দিন যেন নিস্তেজ হয়ে আসছে । বিশেষ করে শহুরে জিবনে এমন কিছু ভাবাই যায় না । সন্দেহ আর সংশয় আমাদের যেন অক্টোপাশের ন্যায় ঘিরে রেখেছে । এ থেকে উত্তরনের পথ আমাদেরকেই বের করতে হবে । সুন্দর সমাজ বিনির্মানে আসুন আমরা একটু একটু করে নিজেকে বদলে পেলি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।