অচেনা আত্মা অথবা মন বাশিঁর রহস্য মাখা সুর
সব কিছুই আজ পানসে তুমি নেই জেনে
ফুলের গন্ধে এখনো ঘুম ভাঙে
আবেদনহীন সারাবেলা।
বসন্ত বাতাস এবার তোমাদেরই থাক
নাই বা হলাম দু:সময়ের সারথি
অযাচিত লোবান কি পারে মন যাতনা তাড়াতে?
কিওপেট্রারা বারবার সুযোগ খোঁজে জীবনের আনন্দে।
ফুলের গন্ধে ভোমরারা এখন
হয় না মাতাল মনানন্দে
তবু আশায় চেয়ে থাকা নিরব সময়ের
মিথ্যা এ দীর্ঘশ্বাস কবি সুমেরীয় সভ্যতায় দেখেছে।
অন্ধকার রাতের প্রেতাত্মাদের কথোপকথন
অথবা ললনাদের হাতছানি বৃথা
সজীব বৃক্ষরাজি কি আজ জীবনকে ভুলতে বসেছে
যাওয়া আসার এ মহাখেলায় সব দিয়ে সব কেড়ে নেয়ার মানে কী?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।