আমাদের কথা খুঁজে নিন

   

নিহত১ \ আহত ১৬ টাঙ্গাইল নাগরপুর সড়কের এলাসিনে ব্রিজ ভেঙ্গে ট্রাক সিএনজি, টেম্পু খাদে



গতকাল রবিবার টাঙ্গাইল নাগরপুর সড়কে এলাসিনে পাথর ভর্তি একটি ট্রাকের চাপে টানা ব্রিজ ভেঙ্গে পাথর ভর্তি ট্রাক, তিনটি সিএনজি ও একটি টেম্পু গভীর খাদে পড়েছে। ঘটনাস্থলে একজন মহিলা নিহত ও কমপক্ষে ১৬জন আহত হয়েছে এবং চারজন নিখোজ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে নাগরপুরগামী পাথর ভর্তি ট্রাক (ঢাকা মেট্টোÑটÑ১৬Ñ১১৮৬) এলাসীন নামক স্থানে এসে ব্রিজের উপর উঠলে প্রচন্ড শব্দে ব্রিজের মাঝখানে ভেঙে নিচে পড়ে যায়। এসময় ব্রিজে থাকা তিনটি সিএনজি ও একটি টেম্পু গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে একজন সিএনজি যাত্রী মারা যায় এবং কমপক্ষে ১৬জন যাত্রী আহত হয়েছে।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। এসময় ব্রিজের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষনিক খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবির বিচিত্র বড়–য়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

এছাড়া টাঙ্গাইল থেকে এলাসিন পর্যন্ত পাঁচটি ঝুকিপূর্ণ ব্রিজের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।