আমাদের কথা খুঁজে নিন

   

মানববন্ধনকে যারা প্রাণবন্ত করে তোলেন


পূর্ববাংলা সর্বহারা পার্টির সাবেক সাধারণ সম্পাদক রইস উদ্দিন আরিফ, মুক্তি আন্দোলনের মুখপাত্র কবি বেনজীন খান ও সদস্য সচিব রুহুল আমিন, আমার দেশ পাঠকমেলার কেন্দ্রীয় সহকারী পরিচালক ফয়সাল আকবর, ছাত্র গণমঞ্চের সমন্বয়ক স্যামুয়েল সাঈদ, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের নূরে আলম দীপু, পাক্ষিক চিন্তা সম্পাদকমণ্ডলীর সদস্য মুসতাইন জহির, মুহাম্মদ আরজু ও শাহাদাত তৈয়ব, সাংবাদিক আবদুর রহিম দীপু, চট্টগ্রাম মহানগর পাঠকমেলার হাসান মোহাম্মদ আরিফ, রামপুরা পাঠকমেলার সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম সামছু, জাহেদ চৌধুরী, তরিকুল ইসলাম, জয়নুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদলের মোশতাক আহমেদ, রিংকু ও আকিব, নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবু ফয়সল জিহাদ, নিলয় সরকার ও আলমগীর কবির প্রমুখ। ব্লগার মুন্সিয়ানা, তরিকুল হুদা, শামসীর, কৌশিক, ওয়াহিদ সুজন, স্পেলবাইন্ডার, শিপুভাই, লালসালু, বালক-বন্ধু, জলরং, প্রলেতারিয়েত, সরল মানুষ, হিমু বেস্ট, ভূদাই, প্রিন্স অফ পারসিয়া, শুষ্ক, খালি ব্যান খাই, মেঘলা আকাশ ও বিষণ্ন মন, অশ্বথবৃক্ষ, টি-ভাইরাস, নেটবুক, বাড্ডা থেকে বলছি, জিয়া, আমার দেশ আমার গর্ব, শ্রাবণী লুনা, অর্ণব আর্ক, পুরাতাত্ত্বিকের কলম, চট্টগ্রাম থেকে আগত ব্লগার আরিফ, নিনজা ও অমিত। মানববন্ধনে ছিল উপচেপড়া তারুণ্যের ভিড়। তাই অনেকের নাম হয়তো বাদ পড়ে গেছে। এই জন্য দুঃখ প্রকাশ করছি।

আর আমরা তরুণরা জানিয়ে দিয়েছি, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমরা কি করতে চাই। আমরা মনে করি শ্রেণীহীন সাম্যবাদী রাজনৈতিক ব্যবস্থা ছাড়া হানাদার বিএসএফকে ঠেকানো যাবে না। আমাদের সরকারকেও জনগণের প্রাণ রক্ষার ব্যাপারে আপসহীন রাখা যাবে না। সময় এসে গেছে সংবেদনশীল সমাজ দিয়ে আমাদের টুটাফাটা রাজনীতিকে দেশপ্রেমে বাধ্য করার। এজন্য আমরা চাই একটি নতুন সামাজিক শক্তির উত্থান ঘটাতে।

এ শক্তি তরুণদের। এই তরুণরা বিরাজমান ক্ষেতে-খামারে, গার্মেন্টস কারখানায়, প্রবাসে মরুভূমিতে ও বরফে ডুবে যাওয়ায় রাস্তায়। এ তরুণরাই মুক্তিযুদ্ধের শহীদের লালরক্তে লেখা বাংলাদেশকে রক্ষা করতে চায়। তারা হতে চায় একটা সাহসী সম্মানিত জাতি, যাদের পশুপাখির মতো গুলির টার্গেটে পরিণত করার দুঃসাহস দেখাবে না কোনো অস্ত্রধারী হানাদার। এ জন্য আমরা গড়ে তুলতে চাই ‘গণশক্তি’।

জনগণের শক্তি। যে শক্তির পদভারে কাঁপে পুঁজিতন্ত্র, সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, শোষণ, নিপীড়ন, হত্যা, ধর্ষণ, ডাকাতির মতো সব অপরাধের উত্সমূল। লেখাটা আজকে পত্রিকার পাতায় এসেছে.. লেখাটা প্রথম প্রকাশ হয়েছিলো এখানে. সাইবার ক্যাম্পেইন থেকে রাজপথে মাইকিং.. বাংলার তারুন্যের ঐক্যের মানববন্ধন.. ..
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।