আমাদের কথা খুঁজে নিন

   

শিখাইয়া পিরিতি, করিলো ডাকাতি...

..

শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি ভুলিয়া রইয়াছে আমায়... সখি, কি গো করি উপায়? শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি ভুলিয়া রইয়াছে আমায়... সখি, কি গো করি উপায়? সে ভুলে রয়েছে আমার মনে আছে আমি যে ভুলিতে পারিনা হায়... পাষাণে বাঁধিবে নিষ্ঠুরও সাজিবে সরালে গরদ এত ছলনা... যদি তুমি জানো বন্ধুয়া রে আনো... যদি তুমি জানো বন্ধুয়া রে আনো... নইলে প্রাণ রাখা দায়... সখি, রে কি গো করি উপায়? শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি ভুলিয়া রইয়াছে আমায়... সখি, কি গো করি উপায়? যদি গো এই মন ছিল বন্ধুর মন তবে কেন ভবে দিল আসিতে? বাঁচা মরার সমান ভরিয়া দু'নয়ন তবে পারলাম না তারে দেখিতে? বুকে মারো ছুড়ি যাই প্রাণে মরি... বুকে মারো ছুড়ি যাই প্রাণে মরি... খবর জানাইয়ো মথুরায় সখি, রে কি গো করি উপায়? শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি ভুলিয়া রইয়াছে আমায়... সখি, কি গো করি উপায় বলে আমীর উদ্দিন পাইবো একদিন বুঝিবে সেই দিন বিচার কালে... তারাহুরা বুঝিনা তোমারে করি মানা বান্ধিয়া রাখিও ঐ তামাম ডালে আমায় নিও খুলে প্রাণনাথ আসিলে... আমায় নিও খুলে প্রাণনাথ আসিলে... ফেলে দিও বন্ধুয়ারি পায়... সখি, রে কি গো করি উপায়? শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি ভুলিয়া রইয়াছে আমায়... সখি, কি গো করি উপায়? শিখাইয়া পিরিতি, করিলো ডাকাতি... চা পান করতে করতে গানটা শুনলাম। ভালো লাগায় অভ্যাসবসত লিখেও ফেললাম! শিরিনের accent এর জন্য অনেক কিছুই ভুল বুঝেছি বলে মনে হচ্ছে! কেউ ভুলগুলো ধরতে পারলে শুধরে দিতে পারেন। গান শুনে কারও মন খারাপ হলে দুঃখিত। ছবিটা ইন্টারনেট থেকে সংগৃহীত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।