ব্যান্ড:"ফসিলস" কলকাতার অসম্ভব জনপ্রিয় রক ব্যান্ড যেটা ব্লুজ, হার্ড রক ,অলটার্নেটিভ রক আর সাইকোডেলিক মিউজিকের সংমিশ্রন আর ভোকাল রুপম ইসলামের অন্যরকম কন্ঠস্বর আর ভিন্নধর্মী গানের ( সাইকা-এনালিটাক লিরিক্স) কথার জাদু দ্বারা মহিমান্বিত...১৯৯৮ সালে এ ব্যান্ডটি গড়ে উঠে রুপমের হাত ধরে...।
সদস্য:রুপম ইসলাম( লীড ভোকাল,লিরিক্সও লিখেন),
দ্বীপ ঘোষ (গিটারিস্ট, ব্যাকিং ভোকাল)
পার্থ বোস(গিটারিস্ট ,ব্যাকিং ভোকাল)
চন্দ্র বিশ্বাস(বেস গিটারিস্ট,ব্যাকিং ভোকাল)
তন্ময় ( ড্রামারিস্ট)
নামকরণ:রুপমের লেখা একটা গানের কথা
কাড়ো আমার ফসিল,
অনুভূতির মিছিল প্রতিক্রিয়াশীল কোন বিপ্লবে"
এ গান থেকে অনুপ্রাণিত হয়ে দ্বীপের পরামর্শে ব্যান্ডের নাম ফসিলস রাখা হয়।
একজন রুপম ইসলাম:
'এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, বোকা টেলিফোনের পাশে বসে...। ' সম্পূর্ণ পৃথিবীকে নিজের একলা ঘর ভাবতে ভালোবাসেন বলেই গানটি গেয়েছেন রূপম ইসলাম।
সব ভেদাভেদ ভুলে আপন ঘরের মতো করে সাজাতে চান পৃথিবীকে। সদ্য জীবন থেকে উঠে আসা কথাগুলো সুরে বেঁধে গেয়ে যান।
রূপমের জন্ম ১৯৭৪ সালের ২৫ জানুয়ারি, কলকাতায়। গানে হাতেখড়ি মা-বাবার কাছে। ছোটবেলা থেকেই কলকাতা আকাশবাণীতে নিয়মিত গাইতেন।
মাত্র ৪ বছর বয়সে প্রথম মঞ্চে গান করেন মা-বাবার সঙ্গে। শুরুটা যদিও ভারতীয় শাস্ত্রীয় ধারার গান দিয়ে, পরে প্রজন্মের চাহিদা এবং নিজেকে সম্পূর্ণভাবে খুঁজে পাওয়ার জন্য রক ধারার সঙ্গীতচর্চা শুরু করেন। তার প্রথম অ্যালবাম 'তোর বর্ষাতে' বাজারে আসে ১৯৯৮ সালে। ওই অ্যালবামটি ২০০৩ সালে 'নীল রং ছিল ভীষণ প্রিয়' নামে আবার বাজারে ছাড়া হয়। গানগুলো জনপ্রিয় হওয়ায় ২০০৭ সালে নতুন মোড়কে অ্যালবামটি আবার বাজারজাত করে সারেগামা এইচএমভি।
রক মিউজিক এবং রুপমের দৃষ্টিভঙ্গী: রক ব্যান্ড এবং রক মিউজিক নিয়ে শুরুর দিকে অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে তাকে। তবুও থেমে না গিয়ে আরও বেগবান হয়েছে তার সঙ্গীত জীবন। নিজের জীবনের ঘটে যাওয়া এবং সমসাময়িক ঘটনা দিয়ে সাজানো তার অধিকাংশ গানের কথা। রক মিউজিককে তিনি সময়ের চাহিদা মনে করেন। রক মিউজিকের যে তারুণ্য, সজীবতা, অভিন্নতা আছে; তা অন্য কোথাও খুঁজে পাওয়া অসম্ভব বলে তার ধারণা।
রূপমের একান্ত মতামত হচ্ছে, 'আমরা রক মিউজিক করি বলে শাস্ত্রীয়, জ্যাজ, পপ ইত্যাদি অপছন্দ ঠিক তা নয়, তবে রক মিউজিকে অসাধারণ উন্মাদনা আছে। এটা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। রক বলতেই একটা প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয় মনের ভেতর। রকের সঙ্গে সমসাময়িক প্রেক্ষাপট তুলনা করে তা তরুণদের কাছে খুব সহজেই তুলে ধরা যায়। '
রূপমের পছন্দর শিল্পী, ব্যান্ড, বাদকের তালিকা বেশ লম্বা।
তবে প্রথম জীবনে বিটলস, পিঙ্ক ফ্লয়েড, মিস্টার বিগ তাকে অনুপ্রেরণা জুগিয়েছে। তবে রকতারকাদের সর্ম্পকে অনেক অভিযোগ তিনি অকপটে স্বীকার করেন এবং এর সমালোচনাও করেন। রূপম মনে করেন, তিনি হয়তো কিছুটা হলেও অন্যের থেকে আলাদা। কেননা কর্মজীবনের শুরুতে তিনি ১১ বছর টাকি বয়েজ মাল্টিপারপাস স্কুলে শিক্ষকতা করেছেন। যার প্রভাব এখনও তার মধ্যে বিদ্যমান।
ফসিলসের কিছু অসম্ভব জনপ্রিয় গান:
১। একলা ঘর
২। নীল রং
৩। মিলেনিয়াম
৪। হাসনুহানা
৫।
বাইসাইকেল চোর
৬। ফিরে চলো
৭। সততার বিলাসিতা
৮। জান্নাত ( জান্নাত মুভির গান)
৯। তৃতীয় বিশ্ব
১০।
বিষাক্ত মানুষ
আমার প্রিয় একটা গান হাসনুহেনার লিরিক্সঃ
ও মেয়ে
তুমি জানো না যে মাঝরাতে
একঘেয়ে এই বিছানাতে
আজো কথা বলি কার সাথে
জানি না
কার কি যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে
আর ভুলে যাই পস্তাতে
জীবন
চলছে না আর সোজা পথে
দেখ আজও হাসি কোনও মতে
বেঁচে গেছি বলি হতে হতে
হয়ত
মরে গেলে হতো বেশি ভাল
কেন এত সুখ ফেলে গেল
জীবনের সেরা স্মৃতিগুলো
স্মৃতি এসে রোজ দরজাতে
কড়া নাড়ে আর হাত পাতে
আর ভেঙে পড়ে কান্নাতে
উৎপাতে হয়ে দিশেহারা
তার ভয়ে হই ঘর ছাড়া
দি' পলায়নে আস্কারা
আমায়
এই প্রাণ
এই ভাবে পলাতক হলো
তবু যাবে কাঁহাতক বলো
শেষ হয়ে গেল পেট্রলও
থামি
শুনশান ফাঁকা বাইপাসে
আর হৃদয়ের সার্কাসে
স্মৃতি দেয় দুয়ো আর হাসে
বলো
ঘৃনা করবে কি প্রিয়তমা
যদি চেয়ে নিতে বলি ক্ষমা
বলি শো-কজ টা দিতে জমা
এ হৃদয়
দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না
আরে ! ফুটেছে হাসনুহেনা
তাকাও
ডাউনলোড লিংক
আরফসিলসের সব গান পাওয়া যাবে এখানে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।