আমাদের কথা খুঁজে নিন

   

প্রকীর্ণ কথার আবির

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

প্রকীর্ণ কথার আবির -আবু মকসুদ এবং আমার অনুশোচনা হলো- বিষফনা তোলা বীভৎস ঘাতক উড়াল পাখির চোখে গেঁথে দিলো মৃত্যুর গাঢ় রঙ। সারিবদ্ধ দুপুর, তার পাড়ে থমকানো জল, ভীষণ উদ্যমী, জালে আটকানো বাসনাতাড়িত পাখি জানতো না মানচিত্রের আজব মারপ্যাঁচ এইতো সেদিন ঘুড়ির সুতোর মতো আঙ্গুল ছুঁয়েছে ম্রিয়মাণ চাঁদ, প্রকীর্ণ কথায় আবির ছড়িয়েছে আতুর সন্ধ্যায় হেঁটেছে শিকড় অবধি ভোরের আগেই সাজাতে চেয়েছে স্বপ্নের গুঁড়ো, করুণাশরীরে আগুন ভাগাভাগি করতে চায়নি, চেয়েছে বর্ষার আগেই মেঘকথা শিখে নিতে অতঃপর— অবৈধ মেঘ ফুঁড়ে হঠাৎ বৃষ্টি নামলে মানুষের ভুল জন্ম হয়েছে জ্ঞাত। কাঁটাতারে ঝুলেছে উড়াল পাখির দেহ, তাই দেখে আমার মতো সীমারও কেঁদেছে অনুশোচনায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.