আমাদের কথা খুঁজে নিন

   

"আজ আখেরি মুনাজাত"

CCNA, BUET

মাঘের শীতের কুয়াশায় ঢাকা টঙ্গীর তুরাগতীর। ভোরের পাখি ডেকে ওঠার আগেই লাখ লাখ মুসলি্লর কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি। তাদের এ সুমধুর ধ্বনি যেন জানান দেয় মুসলিম উম্মাহর সম্প্রীতি চিরজাগরূক। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম মিলনমেলা বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে সেখানে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রিয় বান্দারা মশগুল জিকির ও বয়ানে।

আজ প্রথম পর্বের আখেরি মুনাজাত। বেলা ১১টা ৩১ থেকে ১১টা ৫৯ মিনিটের যে কোনো সময় মুনাজাত শুরু হবে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকের আখেরি মুনাজাতে অংশ নেবেন বলে জানা গেছে। গতকাল ফজর নামাজ আদায়ের পর শুরু হয়ে তিন দিনের প্রথম পর্বের দ্বিতীয় দিবসের খাস বয়ান। আজ আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের আয়োজন।

এসব কারণে মুসলি্লদের ঢল এখন টঙ্গীর দিকে। চার দিন বিরতি দিয়ে আগামী ২৮ জানুয়ারি আবার শুরু হবে দ্বিতীয় পর্বের তিন দিনের আয়োজন। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। গতকাল ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, মুসলি্লরা নিজ নিজ জেলার নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। যারা এখনো আসতে পারেননি তারা ছুটছেন আখেরি মুনাজাতে অংশ নিতে।

নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার সকালে টঙ্গীতে শুরু হয় বিশ্ব ইজতেমার ৪৬তম আয়োজন। দিলি্ল জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ যোবায়ের হাসান খাস বয়ান শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি এবং বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া করেন। এর আগে ভোর থেকেই চলে দেশি-বিদেশি বুজুর্গদের উপস্থিতিতে ইমান, আমল ও আখলাকের আলোচনা। বাংলায় তরজমাসহ উর্দুতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওহাব শেঠ। বাংলাদেশের মুফতি আহসানুল হক মহান সৃষ্টিকর্তার নাম বেশি স্মরণ করার পরামর্শ দিয়ে তার বয়ানে বলেন, গোটা বিশ্ব এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

ঘরে-বাইরে কোথাও নিরাপত্তা নেই। একমাত্র আল্লাহই এ অবস্থা থেকে আমাদের উদ্ধার করতে পারেন। জোহরের নামাজের পর পাকিস্তান তাবলিগ জামাতের আমির হাজি আবদুল যোবায়ের মুসলি্লদের উদ্দেশে তাবলিগের মৌলিক দাওয়াতি কাজ নিয়ে দীর্ঘ আলোচনা করেন। তিনি বলেন, শত ব্যস্ততার মধ্যেও দাওয়াতি কাজে সময় দিতে হবে। মানুষের সঙ্গে সদাচরণ করে তাদের মন জয় করতে হবে।

মাওলানা যোবায়ের তার বয়ানে বলেন, আল্লাহতায়ালা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন তাঁর নির্দেশিত হুকুম-আহকাম পালন করতে। দুনিয়াতে যিনি একবার আসবেন তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর এ সিদ্ধান্তের কোনো পরিবর্তন নেই। তাই দুনিয়াবি আরাম-আয়েশের কথা ভুলে আখিরাতের কথা চিন্তা করতে হবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।