আমাদের কথা খুঁজে নিন

   

আজ আখেরি মোনাজাত

I want to write aboute social .

মহান আল্লাহ তাআলার অশেষ রহমত লাভের আশায় এবং ইসলামের দাওয়াত প্রচার করতে টুঙ্গীর তুরাগ নদের তীরে জড়ো হয়েছেন লাখো মুসলমান। তুরাগতীরে জিকির-আজগার আর মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান শুনে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন কাটিয়েছেন লাখো মুসল্লি। আজ রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। ২৮ জানুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে আনুষ্ঠানিক কোনো আখেরি মোনাজাত থাকছে না।

তাই আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার সন্ধ্যা থেকেই দূর-দূরান্তের মুসল্লিরা দলে দলে ইজতেমায় আসতে শুরু করেন। আখেরি মোনাজাতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, মন্ত্রিপরিষদের সদস্য ও মুসলিম বিশ্বের কূটনীতিকেরা অংশ নেবেন। গতকাল পর্যন্ত বিশ্বের ৯৭টি দেশের ১০ হাজার ১৮৯ জন মেহমান ইজতেমায় শরিক হয়েছেন। গতকাল ফজরের নামাজের পর বয়ান করেন পাকিস্তানের তাবলিগের মুরব্বি আবদুল ওহাব। তাঁর বয়ান তরজমা করেন বাংলাদেশের ওমর ফারুক।

বাদ জোহর বয়ান করেন ভারতের আহম্মেদ লাট, তরজমা করেন মাহমুদ। বাদ আসর বয়ান করেন ভারতের জুবায়েরুল হাসান, তরজমা করেন হাফেজ জুবায়ের এবং বাদ মাগরিব বয়ান করেন ভারতের আহম্মেদ লাট। তাবলিগ জামাতের মুরব্বিরা ইজতেমায় সমবেত দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির উদ্দেশে তাবলিগের ছয় ওছুল কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসহিয়ে নিয়ত এবং তাবলিগ সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন। মুরব্বিদের বয়ান চলাকালে ময়দানজুড়ে ছিল নীরবতা। যৌতুকবিহীন বিয়ে: গতকাল বাদ আসর ইজতেমার মূল মঞ্চে কনের অভিভাবক ও বরের উপস্থিতিতে যৌতুকবিহীন গণবিয়ে পড়ানো হয়।

বিয়ে শেষে মঞ্চে খেজুর ও মিষ্টি বিতরণ করা হয়। ইজতেমা শেষে বর ও কনেদের বাবারা জামাতবদ্ধ হয়ে তিন চিল্লায় (১২০ দিন) তাবলিগের কাজে বের হবেন। দুর্ভোগ: প্রতিবারই ইজতেমার প্রস্তুতি সভায় আশ্বস্ত করা হয়, খাবার, অজু ও টয়লেটে ব্যবহারের পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা থাকছে, কিন্তু প্রতিবারই বিপরীত চিত্র দেখা যায়। এবারও পানির জন্য মুসল্লিদের দীর্ঘ প্রতীক্ষা করতে দেখা গেছে। তাবলিগের একজন মুরব্বি বলেন, ‘কেবল বিদেশি তাঁবু ছাড়া কোথাও কাজ চালানোর মতো পানি নেই।

এ নিয়ে কারও কোনো আক্ষেপ নেই। এটাই তাবলিগের মহিমা। ’ মাঠের উত্তর প্রান্তে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়। এখানে পাম্প অপারেশনের দায়িত্বে নিয়োজিত একজন কর্মীর কাছে হিসাব অনুযায়ী পানি সরবরাহ করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এত কিছু বলতে পারব না। শুধু বলতে পারি, এভাবে ইজতেমা পার হয়ে যাবে।

’ ইজতেমায় আগত মুসল্লিদের অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিনা মূল্যের চিকিৎসাকেন্দ্রগুলোয় চিকিৎসা নিয়েছেন। টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে জানা যায়, দুই দিনে গুরুতর অসুস্থ ৫০ জন ভর্তি ও ২০ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত: ইজতেমায় স্থাপিত গাজীপুর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, ইজতেমায় হোটেল-রেস্তোরাঁয় বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিত করতে ২৪টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। এ ছাড়া আদালত ইজতেমা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পকেটমার ও ছিনতাইকারীদের তাৎক্ষণিক বিচার করার কাজও করছেন। গতকাল ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও বেকারির বিরুদ্ধে ২৭টি মামলা এবং এক লাখ ১৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন।

এ ছাড়া ইজতেমা মাঠ এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল ২২ জন পকেটমারকে আটক করেছেন। এখানে নেয়াহয়েছে সর্বো্চ্চ নিরাপত্তা ব্যবস্হা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।