আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চাভিলাশী আমি নাকি Google এর ফাজলামি



ইন্টারনেটের কল্যানে অনেক দেশের ও অনেক সংশ্কৃতির মানুষের সাথেই আজ আমরা পরিচিত এবং সংযুক্ত। যে কোনো দেশ বা দেশের সম্পর্কে জানতে পারছি এই ইন্টারনেটেই। আজকাল আমরা সকলেই তথা সারা পৃথিবীর মানুষই কোনো তথ্য জানতে বা কোনো দেশ সম্পর্কে জানতে কম-বেশী ইন্টারনেটের সাহায্য নিয়ে থাকি। আর তথ্য/ ছবি খোঁজার কাজে Search engine গুলোই সবার প্রথম ভরসা। আমার অনেক বিদেশী বন্ধুই বাংলাদেশ সম্পর্কে জানতে আগ্রহী।

কিছু দিন আগে আমার এক ভিনদেশি বন্ধু যখন আমার কাছে বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলো এবং আমাদের দেশ সম্পর্কে জানা যাবে এমন কিছু web site এর লিংক চাইলো তখন আমার সামনে এলো ভয়াবহ এক চিত্র। Google image search এ Bangladesh লিখে search দিলে প্রথমেই আসবে সব নেতিবাচক ছবি। ছবিগুলো দেখে মনে হলো আমরা বাংলাদেশীরা সবাই বান ভাসি মানুষ!! ওনেক কষ্টে গলা অব্দি পানির নিচ থেকে ভেসে আছি। তাছাড়া আর্মি ও পুলিশ এর সাথে না খেয়ে থাকা কিছু মানুষ এর মারামারির ছবি দেখে মনে হলো আমরা দীর্ঘ সময় ধরে সামরিক জান্তা দের শাসনে আছি । দুর্যোগ / দারিদ্রতা ও নিপীড়ন ছাড়া আমার এই দেশে তুলে ধরার মতো কিছু নেই!!!! আমার হয়তোবা এতটা খারাপ লাগতো না যদি না দেখতাম অন্যান্য দেশ যারা বাংলাদশের প্রতিবেশী দেশ,তাদের কে কি ভাবে উপস্থাপন করা হয়েছে।

বাংলাদেশের সমপর্যায়ের অন্যান্য যেকোনো দেশ search করলেও এতবেশি নেতিবাচক ছবি সবার প্রথমে আসেনা। google image search এ Bangladesh লিখে search করুন প্রথমে Bangladesh লিখে search করুন এবং ছবি গুলো দেখুন তারপর একে একে India/ pakisthan/ srilanka/ nepal/ bhutan লিখে search করুন এবং ছবি গুলো দেখুন, এবারে তফাৎটা নিজেই বুঝে যাবেন। সাধারনত search engine এ কোনো দেশের নাম লিখে search করলে সেই দেশের মানচিত্র এবং ঐতিহাসিক স্থানগুলোর ছবিগুলো আগে দেখানো হ্য় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা অন্যান্য দেশের চেয়ে অনেক কম। এমনকি আফ্রিকার অনেক হতদরিদ্র দেশের নাম লিখে search করলেও দেখা যায় তদেরকেও বাংলাদেশ এর চেয়ে সুশীল, সভ্য ও উন্নত দেশ হিসেবে উপস্থাপন করা হয়েছে!!!!! বিশ্বাস না হলে google image search এ Ghana লিখে search করুন শত ভাল- খারাপ মিলিয়েই আমার এই দেশ। শত খারাপের মধ্যেও আছে হাজারো অর্জন ও আমার দেশের হাজারটা বিষয়ে আমি গর্ব করতে পারি বুক ফুলিয়ে।

অবশ্যই ছবি গুলো আমার দেশের কিন্তু এগুলো কি আমার দেশ কে সঠিক ভাবে উপস্থাপন করে!!?? * সামুতে আমার ২য় পোষ্ট তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে খুশি হব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.