আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে মানববন্ধন সফল হলো

এক সুময় ব্যান খাইতে চ্রম টেস্ট লাগতো, এখন খাইতে কিরাম যেন তিতা তিতা লাগে.. তাই খাওন ছাইড়া দিচি...

দীর্ঘ চড়াই উতরাই পার হয়ে বহুল প্রতীক্ষিত মানববন্ধন আজ প্রেসক্লাবের সামনে প্রায় পাঁচ শতাধিক লোকের উপস্থিতির মধ্যে দিয়ে সফল ভাবে সম্পন্ন হলো। পুর্ব ঘোষিত সময়ানুযায়ী এই মানববন্ধনে সকল ব্লগার যারা বিভিন্ন স্থান থেকে এখানে এসে এই মানববন্ধনে যোগ দিয়ে মানবন্ধন সফল করে এটাই প্রমাণ করলো যে, বাংলাদেশের সাধারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে জানে। মুলত আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে যারা কোন ব্লগার নয় অর্থাত যারা ব্লগের দাওয়াত পাননাই তেমন সাধারণ লোকদের আগ্রহ ছিল এতটাই যে, যখন মানববন্ধন শুরু হলো তখন তারাও এ মানববন্ধনে যোগ দিতে ্তাদের বিভিন্ন কর্মস্থল রেখে মানব বন্ধনে মিলিত হলো। যদিও এই মানবব্ন্ধন নিয়ে কতিপয় ব্লগার কিছুদিন ধরে এর মধ্য কতিপয় রাজনৈতিক দলের যোগসাজস রয়েছে বলে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠে। মূলত এই মরিয়া হয়ে ওঠার তাদের একটাই কারণ ছিল যে. ব্লগাররা যেন কোন অপরাধ. নির্যাতন, অন্যায়, সীমান্তে মানূষ হত্যার কোন প্রতিবাদ করতে না পারে, তারা যেন ইভটিজিংএর শিকার হওয়া মা বোনেদের মতো মূখ বুঝে সহ্য করে যায়।

কিন্তু সাধারণ জনগন স্বত:স্ফুর্তভাবে এই মানববন্ধনে অংশ নিয়ে তাদের এ হীন আশা আকাংখা যে একটা নিছক কল্পনা তা প্রমাণ করে দিল। হ্যা তবে তারা একটা ব্যাপারে সফল হয়েছিল যে, তারা ষ্টিকি পোষ্টটিকে সরিয়ে দিতে পেরেছে। কিন্তু এতে কোন দূ:খ নেই। হয়তোবা তারা এই পদ্ধতি অর্থাত মানববন্দণ ব্যাহত করার জন্য এতে রাজনীতির সংশ্লিষ্টতা প্রমানের চেষ্টা না করলে কিংবা ষ্টিকি পোষ্টটি আরো কিছু সময় রাখলে সাধারণ মানুষ ছাড়াই মানববন্ধনের লোকসংখ্যা ছয় শতাধিক হতো, কিন্তু এখন তাদের সে স্থানটি দখল করে নিয়েিছিল তাতক্ষনিক স্থানে থাকা বিভিন্ন কর্মব্যাস্ত সাধারণ মানুষ এমনকি রিকশাওয়ালারাও এতে যোগ দেয়। আশা রাখি যে পরবার্তিতে কোন নির্যাতনের প্রতিবাদ জানাতে হলে তার পিছনে কেহ দোষ না খুজে কেবল দেশপ্রেমের স্বার্থে এতে স্বত:স্ফুর্তভা্বে অংশ নিয়ে তাদের যৌবনের ও দেশপ্রেমের পরিচয় দিতে কেহ পিছপা হবেনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।