কিছু বুললে তো বুলবে বুলছি....
আমি গত ৬ মাস ধরে microworkers.com এ কামলা দিয়ে ৩.৯৫ ডলার পেয়েছি। কারণ আমার কাজের ক্ষেত্র খুব সীমিত- শুধুমাত্র sign up, click or search, youtube, download-install এবং others ক্যাটাগরির কাজ করেছি। বাকি যেসব থাকে, যেমন- comment on blogs, forums, yahoo answers, bookmark, wirte an article,/review online এবং blog/website owners এসবে পোস্ট করা জবগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমার অনুকূলে থাকেনা। জবের বর্ণনা পড়েই সেটাতে হাত দেয়ার আগ্রহ চলে যায়। blog/website owner দের জন্যই কাজ সবচে বেশি থাকে দেখেছি; আমার তো সেখানে বেল-ই নাই! অন্য কাজগুলোতে আমি হাত দিতে পারিনা ঠিকমত বুঝতে না পারার কারনে। এখানে ক্ষুদ্রকর্মী যারা আমার SOS পোস্টটা দেখছেন, উদ্ধার করতে এগিয়ে আসবেন কি?
আমি জানিনা ওখানে মিনিমাম পেআউট এর টাকা ($9) বানাতে আমাকে আরো কত মাস অপেক্ষা করতে হবে!
আমি আমার কর্মক্ষেত্রের সীমাবদ্ধতাকে যতটা সম্ভব অতিক্রম করতে চাচ্ছি। আর এতে অভিজ্ঞ দের দিকনির্দেশনাই হবে সবচেয়ে বড় পাথেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।