আমি বাংলাদেশের বাঙ্গাল ।
আজ আপনারদের এমন এক ঘটনা বর্ণনা করিব যাহা জীবন হইতে নেয়া !! এই কাহিনী শুনিয়া আপনারা হয়ত কুসংস্কারাচ্ছন্ন গ্রাম বলিয়া আমার গ্রামকে অপবাদ দিবেন কিন্তু ঘটনা সত্য ! পাশের বাড়ির চাচীর একদিন অকস্ম্যাত ২০ ভরি স্বর্ণের গহনা চুরি হইল । ঘরের সকল বাসিন্দাকেই চাচীর সন্দেহ হইতে লাগিল ! তিনি ঠিক করিলেন তিনি চোরের উদ্দেশ্যে ব্যাং বান মারিবেন । ব্যাঙ বান যাহাকে মারা হয় সে বাহক ব্যাঙের ন্যায় ধুকিয়া ধুকিয়া মরিয়া যায় !! তো চাচী নামকরা এক তান্ত্রিক / ওঝার শরনাপন্ন হইলেন । তান্ত্রিক ১০০০০ টাকার বিনিময়ে বান মারিল ।
বাহক বাহক ব্যাঙটিকে সেই মহা মুল্যবান তাবিজ গেলানো হইল । এই ব্যাঙটিকে কবরে পুতিয়া আসিতে হইবেক । তারপর চোর বেচারাও অই ব্যাঙের মতন ধুকিয়া ধুকিয়া মরিয়া যাইবে! চাচী অই ওঝার কথামত কবরে ব্যাঙ পুতিয়া আসিলেন । ঘরে ফিরিয়া সবাই হতবাক হইয়া গেলেন , না কেহ মারা যায় নাই , হারানো স্বর্ণ পাওয়া গিয়াছে !! চাচীর বিছারানার নিচেই অইগুলা পড়িয়া আছে ! সবাই ভাবিল হায় হায় এখন কি হইবে । অই ব্যাঙের জন্য কে এখন মরিয়া যাইবে ? তাই সবাই মিলে আবার সেই ব্যাঙটিকে কবর হইতে উত্তোলন করিতে গেলেন ( abort the death !! ) ।
কিন্তু সেই গর্ত খুড়িয়া তাহারা হতাশ হইয়া দেখিলেন হারামজাদা ব্যাঙ অইখান হইতে ভাগিয়া গিয়াছে !! সবাই এবার ওঝার কাছে গেলেন , ওঝা সব শুনিয়া কহিল তাহাকে এক লক্ষ টাকা দিতে হইবে তা না হইলে গৃহের যে কোন কেউ মরিয়া যাইবে/ যাওয়ার ব্যবস্থা করা হইবে !! কি সর্বনাশ !! কি আর করা , তাহাকে এক লক্ষ টাকা দিয়া চোরকে "এন্টি-বান" মারা হইল । এবং সবাই বিপদ মুক্ত হইল !!
জাতির বিবেকের কাছে প্রশ্নঃ স্বর্ণ কি আসলেই চুরি হইয়াছিল নাকি চোর ব্যাঙের ন্যায় মৃত্যু চায়নাই তাই ফেরত দিয়া গিয়াছে ?????????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।