বার বার মনে পড়ে সোনালী সেই দিন গুলো...
নতুন প্রেমের সোনালী ফ্রেমের রঙ্গীন কাচ নেই চোখে
আগের মতো প্রেম আর এখন ঝড় তোলে না বুকে।
আগের মতো স্বপ্ন চোখে পড়ে না এখন ধরা
শোকে শোকে পাথর হয়েছি কথা বলি তাই কড়া।
যতটুকু আজ দৃষ্টি যায়, দেখি বিদঘুটে আধার
অযথাই হাসি, চোখে জল নেই প্রয়োজনীয় কাঁদার।
ভালবাসা দিয়েও দূরে সরে গেছে, আমাকে গিয়েছে ভূলে
পানির দামে স্বপ্নগুলো তাই, বাজারে দিয়েছি তুলে।
আশা ভরসার স্বপ্নগুলোও হতাশায় গিয়েছে ডুবে
প্রকৃতির নিয়ম সব ঠিক আছে, আজও সূর্য উঠে পুবে।
স্বপ্ন ও প্রেম সবই আমার পুড়ে পুড়ে হলো ছাই
অসহায় আমি নিরুপায় হয়ে বেদনার গান গাই।
প্রেয়সী আমার ভুল বুঝে, সরে গেছে বহুদুরে
সুখগুলো তাই ভবঘুরে হয়ে, দুঃখের আকাশে উড়ে।
সারারাত আমি নির্ঘুম কাটাই ঘুমের অভিনয় করে
যদিও তুমি সুখ কাড়োনি -
দায়বদ্ধতার সিকল পায়ে , সে আমার পিছু ছাড়েনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।