আমাদের কথা খুঁজে নিন

   

জি-মেইল থেকেই চেক করুন অন্য ই-মেইল

MAD-E IN BANGLADESH

ব্যবহারকারীরা ইচ্ছে করলে অন্যান্য (সর্বোচ্চ ৫টি) ই-মেইলে আসা মেইলগুলো জি-মেইলে পড়তে পারবেন এবং জি-মেইল থেকে অন্যান্য মেইলের ঠিকানা ব্যবহার করে ই-মেইল পাঠাতে পারবেন (যেসব ই-মেইল সার্ভিস POP একসেস সমর্থন করে)। অন্য ই-মেইলকে জি-মেইলে যুক্ত করতে হলে জি-মেইল খুলে Settings-এ ক্লিক করে Accounts-এ ক্লিক করুন। এবার নিচের দিকের Get mail from other accounts অংশের Add another mail account-এ ক্লিক করুন। এবার Add a mail account এর Email address অংশে আপনার পূর্ণ মেইল ঠিকানা লিখুন এবং Next Step বাটনে ক্লিক করুন। এখন User name, Password I POP Server দিয়ে প্রথম তিনটি চেক বক্স চেক করে Add Account বাটনে ক্লিক করুন। এখন থেকে ওই মেইলে আসা মেইলগুলো আপনি জি-মেইলের ইনবক্সে পাবেন এবং ওই ঠিকানা ব্যবহার করে মেইল করতে হলে কম্পোজের ওপর From নামে নতুন একটি ড্রপডাউন আসবে। এখানে জি-মেইল ও যুক্ত করা মেইল ঠিকানা থাকবে যা থেকে নতুন যুক্ত করা মেইল ঠিকানা সিলেক্ট করে সেন্ড করলেই হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।