.
মাউস বা কী-বোর্ড ছাড়াই শুধুমাত্র শরীরের নড়াচড়ার মাধ্যমইে নিয়ন্ত্রণ করা যাবে গুগলের জনপ্রিয় ই-মেইল সার্ভিস জিমেইল।শরীরের নড়াচড়ার মাধ্যমে কোনো ই-মেইল পাঠানো বা অন্যান্য কাজ করা যাবে আরও সহজেই। এরকম একটি খবরে কিছুদিন আগে নড়েচড়ে ওঠে পুরু প্রযুক্তি বিশ্ব। পরে জানা যায়, সেটি ছিলো এপ্রিল ফুল! তবে সেটি আর এপ্রিল ফুল থাকছে না। হঁ্যা, এবার সত্যি সত্যিই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়ার মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যাবে ইমেইল অ্যাকাউন্ট! সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আইসিটি এমএক্সআর ল্যাব এর একদল গবেষক এমনটিই ঘোষণা দিয়েছেন। ওই ল্যাবের পোস্ট ডক্টরাল গবেষক ইভান সুমা জানিয়েছেন যে, তারা জিমেইলে যুগান্তকারী এই সুবিধাটি যোগ করার প্রক্রিয়াটি প্রায় চূড়ান্ত করে এনেছেন। মাইক্রোসফটের কাইনেক্টের মতই এটি কাজ করবে। জিমেইল মোশন ব্যবহারের জন্য থাকতে হবে একটি বিল্ট-ইন ওয়েব ক্যাম। এই ক্যামেরার মাধ্যমে গুগলের স্পেশাল ট্র্যাকিং প্রযুক্তি সনাক্ত করবে শরীরের নড়াচড়া এবং তাকে অর্থপূর্ণ শব্দ এবং কমান্ডে রূপান্তর করতে পারবে।
তথ্যসূত্র : দৈনিক ইত্তেফাক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।