আমাদের কথা খুঁজে নিন

   

Xperia 10Xi গি-ফ-ট পাইলাম, মুগাম্বু খুশ হুয়া!

সমালোচনা জীবনের পাথেয়, অযাচিত প্রশংসা জীবনের অন্তরায়।

সনি এরিকসনের Xperia 10Xi সিরিজের একটা মোবাইল সেট উপহার পাইলাম। প্রথমে নজর দেই নাই। ২ দিন পড়ে ছিল। গুতাগুতির টাইম পাই নাই।

ইচ্ছাও করতে ছিলো না প্যাকেট খুলে দেখি। গতকালকে সন্ধ্যায় আমার ক্লাসমেট (জাপানের সনি এরিকসনের প্রোগ্রামার জাভা গ্রুপ লীড) এর সাথে স্কাইপিতে কথা বলছিলাম। কথায় কথায় বললাম সনি এরিকসনের Xperia 10Xi একটা সেট গিফ্ট পাইছি, ইন্টারনেটেও খোজ নেই নাই সেট টা কেমন। এই কথা শোনার সাথে সাথে আমার দোস্ত কইলো এখনই দেখ, জটিল জিনিস, আমরা ল্যাবে এই সেট দিয়াই নতুন এইচডি লাইভ স্ট্রীমিংএর একটা সফ্টওয়্যার টেস্টিং করতেছি। দোস্ত যখন কইছে, টেস্ট করতে হয়।

গুতাইলাম, একটু গুতাইলাম। আরেকটু গুতাইলাম। এনড্রয়েড বাবাজি এইডা কি করতাছে??!! গুগল মামু দেখি মোবাইলের বাজারটাও পকেটে পুরলো, - আর আমার পুরছে খেতার ভিতরে। খেতার ভিতরে শুইয়া ইউটিউবে বিলাই সংগীত দেখি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।