আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্শবিহীন স্মার্টফোন ‘মটো এক্স’

অ্যান্ড্রয়েড নির্মাতা গুগলের মালিকানাধীন মটরোলা মোবিলিটি বাজারে আনছে নিজস্ব ডিজাইনের স্মার্টফোন। গুগলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ‘মটো এক্স’ স্মার্টফোন স্পর্শ ছাড়াই মৌখিক নির্দেশনার মাধ্যমে চলবে।
মটো এক্সের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, ব্যবহারকারী তার পছন্দমতো প্রোগ্রাম কাস্টমাইজ করতে পারবেন। ফোনটি সবসময় ব্যবহারকারীর ভয়েস কমান্ড শুনতে প্রস্তুত থাকবে। কমান্ড করার আগে শুধু “ওকে গুগল নাও...” বলে শুরু করতে হবে।


মটোরোলার সিইও ডেনিস উডসাইড মটো এক্সের ফিচার সম্পর্কে জানান, যুক্তরাষ্ট্রের টেক্সাসে নতুন উৎপাদন প্ল্যান্টে এর হার্ডওয়্যার তৈরি করা হবে।
গতবছর মটরোলার কাছ থেকে স্বত্ব কেনার পর এটাই প্রথম গুগলের স্মার্টফোন।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির মোবাইল ফোন বিশ্লেষক ফ্রান্সিসকো জেরোনিমো জানান, গুগল পরিকল্পনা করেছে মোবাইল ফোনের নিয়ন্ত্রণে নতুন ফিচার নিয়ে আসতে, যাতে ব্যবহারকারীর কাছে স্মার্টফোনের নিয়ন্ত্রণ ব্যবস্থায় অভিনবত্ব আসে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, অগাস্টের শেষ নাগাদ বা সেপ্টেম্বরের শুরুতে কয়েকটি দেশে স্মার্টফোনটি বাজারে ছাড়া হবে। দুই বছর ব্যবহারের চুক্তিতে ডিভাইসটির দাম হতে পারে ১৯৯ ডলার।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।