আমাদের কথা খুঁজে নিন

   

মক্কায় নওয়াজ-খালেদার সাক্ষাৎ

শুক্রবার মক্কায় মসজিদুল হারামের নামাজ আদায় শেষে তারা এই শুভেচ্ছা বিনিময় করেন।
গত মে মাসে নির্বাচনে জয়ী হয়ে মুসলীম লীগের এই প্রধান পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। সরকারের দায়িত্ব নেয়ার পর এটিই তার সঙ্গে বাংলাদেশের বিরোধী দলীয় নেতার প্রথম সাক্ষাৎ।
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিরোধী দলীয় নেতা মক্কায় মসজিদুল হারাম শরীফে আসর ও মাগরিবের নামাজ আদায় করেন। এরপর ওমরাহ পালনে আসা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে খালেদা জিয়া শুভেচ্ছা বিনিময় করেন।


এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় খালেদা জিয়া নওয়াজ শরীফকে অভিনন্দন জানান।
বিরোধী দলীয় নেতা গত ৩১ জুলাই মদিনা থেকে মক্কা যান। বর্তমানে তিনি মক্কায় অবস্থান করছেন।
গত ২৭ জুলাই বিএনপি চেয়ারপার্সন সৌদি আরব যান।
প্রেস সচিব জানান, মসজিদুল হারামে পবিত্র শবে কদর পালনের পর আগামী ৭ অগাস্ট খালেদা জিয়া দেশে ফিরবেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.