আমাদের কথা খুঁজে নিন

   

১৬ জানু ২০১১ তারিখে ধামরাই'র সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের জীবন হানিতে-কিছু বাস্তবঅভিজ্ঞতা

ধর্ম যার যার , বাংলাদেশ সবার

মাসের শেষে কতই বা আয় হয় ওদের? চার-পাঁচ অথবা ছয় অথচ তাদের অগ্নিদ্দগ্ধ হতে হয় অহরহ সড়কে আত্মাহুতি, পুলিশের গুলি কত সহজে ওদের জীবন ঝরে যায়..... মৃত্যুর পরে ঘটে আরেক পর্ব.....লাশটি কে বুঝে নেবে অনেকেই এগিয়ে আসে....... ব্যপারটি অর্থের সাথে জড়িত তাই, কোন কোন লাশগ্রহনকারীর চোখও উজ্জল হয়ে ওঠে, ভাগ বসাতে চায় পুলিশের কিছু লোক...যদি কিছু এক্সট্রা পাওয়া যায় । সাংবাদিক (হলুদ) আসে হুমকির সুরে কথা বলে ওঠে খারাপ রিপোর্ট দেবে বলে..........মালিক পক্ষ চুপসে যায় । লাশ বহন কারী গাড়ী চালকও বেশী দাবী করে বসে.... অবশেষে নিহতের পরিবারটি শেষ অবলম্বনটুকু হারিয়ে পথে বসে যায়...........ইতিমধ্যে হয়তো মালিক পক্ষ আরেকটি কোটি উর্ধ আরেকটি গাড়ি আমদানীর ঋণপত্র খোলে..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।