আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে ফেনী পৌরসভার নির্বাচন ১৮ জানুয়ারী

www.nationalnews.com.bd

নাজমুল হক শামীম-(ফেনী প্রতিনিধি): ফেনী পৌরসভা নির্বাচনের হাইকোটের স্থগিতাদেশ স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্র্ট। সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের বিচারক সুরেন্দ কে সিন্হা রবিবার এ স্থগিতাদেশ দেন। তাই ১৮ জানুয়ারী অনুষ্ঠিতব্য ফেনী পৌরসভার নির্বাচন এর উপর আর কোন বাধা রইলনা। রবিবার দুপুরে জাতীয় নির্বাচন কমিশন থেকে ফেনী জেলা প্রশাসকের কার্যলয়ে ১৮ জানুয়ারী ফেনী পৌরসভা নির্বাচন অনুষ্ঠান এর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দ্দেশ দিয়েছে। সে মোতাবেক জেলা তথ্য অফিস থেকে শহরে মাইকিং করে ১৮ জানুয়ারী ফেনী পৌরসভার নিবাচনের ব্যাপারে জনগনকে অবহিত করা হচ্ছে। এদিকে নির্বাচনের মাইকিং হওয়ার পর প্রার্থীরা অল্প সময়ের মধ্যে পোলিং এজেন্ট নিয়োগ নিয়ে বেকায়দায় পড়েছেন বলে অনেক প্রার্থী জানিয়েছেন। পূর্ব নির্ধারিত সময়সীমা অনুয়ায়ী রবিবার রাত ৮টা পর্যন্ত প্রার্থীদের প্রচারনা চালানোর সুযোগ রয়েছে। উল্লেখ্য,গত ৯ জানুয়ারী হাইকোটের বিচারপতি এ.এইচ.এম সামছুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন এর সমন্বয় ব্যাঞ্চ একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৭ জানুয়ারী পর্যন্ত ফেনী পৌরসভা নির্বাচনের স্থগিত আদেশ দেন। গত ১২ জানুয়ারী বুধবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে এ আদেশের কপি পাঠানো হলে নির্বাচনের রিটানিং আফিসার নির্বাচনে প্রার্থীদের প্রচারনা বন্ধ করে দিয়েছেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।